বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু; একই দিনে ঢাকা ও সিলেট থেকে দুজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা রাজধানীর মধুবাগে তালাবদ্ধ একটি ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং শনিবার সকালে ওই নারীর স্বামী সুজন মিয়ার  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় সিলেটের দক্ষিণ সুরমা থেকে। একই দিনে দুই জায়গা থেকে স্বমী স্ত্রীর লাশ উদ্ধার করার ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

জানা যায়, ‘তাসলিমা খাতুনের স্বামীর নাম সুজন মিয়া। ৮-১০ দিন আগে তারা মধুবাগে বাসা ভাড়া নেন। গতকাল বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে বের হয়ে যান সুজন মিয়া।  শনিবার বিকালে পুলিশ খবর পেয়ে মধুবাগের ৩৫৭/১২, এ/ডি নম্বর বাসায় দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাসলিমার লাশ উদ্ধার করে।’

রামপুরা থানার এসআই মোজাফফর জানান, খোঁজ নিয়ে জানা গেছে তাসলিমার স্বামী সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাসলিমার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রমনা থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, তারা দু’জনই একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জ ও সুজনের বাড়ি গাইবান্ধার মহেশপুরে।’

শনিবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এলাকার গেদা মিয়া কলোনি থেকে সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুজন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ