শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন না করলে রাজনীতিতে ভবিষ্যৎ নেই: আমির খসরু উন্নত প্রশিক্ষণ দিয়ে আনসার বাহিনীকে গড়ে তোলা হচ্ছে : মহাপরিচালক ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান পাঁচ বিভাগের ৫৮ আসনে প্রার্থী ঘোষণা করল জমিয়ত ভোলায় উপজেলা সহকারী কমিশনার’র বদলি ঠেকাতে মানববন্ধন  শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুম: জাতীয় মসজিদের খতিব সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

নয়াপল্টনে হঠাৎ বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার সকাল ১০টার পর বৈঠকটি শুরু হয়।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ২২ মে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা । খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলা রয়েছে। অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আজ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২২মে পরবর্তী দিন ধার্য করে এই আদেশ দেন।

বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও দলটির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনার পাশাপাশি  আন্দোলনের গতি-প্রকৃতিসহ  বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব) রুহুল আলম, সেলিমা রহমান, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমদ চৌধুরী, আতাউর রহমান ঢালী ও হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদিন ফারুক, ভিপি জয়নাল, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ডা. শাখাওয়াত হোসেন জীবন, শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

সম্প্রতি দলের ৭৫টি সাংগঠনিক জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং তৃণমূলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ৫১টি টিম গঠন করেছে বিএনপি। বৈঠকে এসব টিমের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ