মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দিনাজপুরে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল দুপুরে দিনাজপুরে যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৫জন নিহত হয়েছ। বিস্ফোরণের পর প্রথমে মোকছেদ আলী, আরিফুল হক, রুস্তম আলী ও অঞ্জনা দেবী নামে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে এ ঘটনায় পাঁচজন ব্যক্তির মৃত্যু হলো।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোছাদ্দেক হোসেনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া চিকিৎসাধীন অধিকাংশ রোগীর অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, প্রতিদিনের মতো দিনাজপুরে যমুনা অটোমেটিক রাইস মিলে সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। দুপুরে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ৩০ জন দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠালে শনিবার রাত পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়।

রমেক হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, মুন্না (৩২), রনজিৎ (৫০), শরিফুল (৩০), মুকুল (৪৬), উদয় (৩০), এনামুল (৩৫) শফিকুল (২০), দেলোয়ার (৪০), সাইদুল (৪০), বাদল (৩৫) বীরেন (৩০) ও আনিছুর (৩৫)।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ