রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ওয়ান বক্স পলিসি’র রূপকার পীর সাহেব চরমোনাই দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন: পীর সাহেব চরমোনাই বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা দ্বিতীয় বিয়েতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ফরিদপুরে পাঁচ শতাধিক কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা

আম কুড়াতে গিয়েছিল ছেলেটি...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়ো বৃষ্টির পর আম কুড়াতে গিয়েছিল ছেলেটি। কিন্তু সেটাই কাল হলো। টমেটো চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠানো হলো শিশু আবদুল্লাহ (১২) নামের এক মাদরাসা ছাত্রকে।

ঘটনাটি লক্ষিপুরের। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের আওলিয়া এলাকার স্থানীয় মাদরাসা বিদ্বেষী আলাউদ্দিন লাভু এ ঘটনা ঘটায়। আহত আবদুল্লাহ আতহারুল উলুম মোহাম্মদিয়া কওমি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন একই গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।

নির্যাতিত শিশুর বাবা শফিক উল্লাহ জানান, তার ছেলে আম কুড়াতে একটি টমেটো ক্ষেতে যায়। কিন্তু আলাউদ্দিন মিথ্যা টুমটো চুরির অপবাদ দিয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পর ও লাথি দিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে কয়েকজন নারী দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মিমাংশা করবেন বলে আশ্বাস দেন। এ ব্যাপারে ভিযুক্ত আলাউদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, ঘটনাটি দুঃখজনক। আবদুল্লাহ মাদরাসার আবাসিক ছাত্র। সে আমার বাড়ির গাছের নিচে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এ সময় চুরির অভিযোগ এনে তাকে মারধর করা হয়।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কওমি শিক্ষা আছে বলেই আমরা এখনও খাঁটি মুসলমান: স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ