শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

টেকনাফ হ্নীলা দারুস-সুন্নাহ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 ইকবাল আজীজ, টেকনাফ থেকে: গতকাল বুধবার টেকনাফ জামিয়া দারুস-সুন্নাহ হ্নীলা মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠিত হয়। খতমে বুখারীতে পাঠ দান করেন জামিয়ার শায়খুল হাদিস প্রবীন আলেমে দীন আল্লামা হানিফ রাগেব।

দক্ষিণ চট্টলার টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী প্রচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুস-সুন্নাহ হ্নীলা। ১৯২৭ ইংরেজীতে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত আবুল মনজুর (রহ.) প্রতিষ্ঠা করেন এই দীনি বাগান,যে বাগান পৃথিবীর আনাচে কানাচে ছড়াচ্ছে এখনো অনুপম সৌরভ।

পীরে কামেল আল্লামা ইসহাক ছদর (রহ.) এর হাতে প্রতিষ্ঠা হয় অত্র জামেয়ার দাওরায়ে হাদীস (মাস্টার্স) হুজুরের অক্লান্ত পরিশ্রমে আজ ও বহমান আছে এই কাফেলা। হুজুর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্র মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে ছিলেন। পরে, হুজুরের ইন্তিকালের আগে প্রধান শায়খুল হাদিসের দায়িত্ব দিয়ে যান প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট আরবি ও উর্দু সাহিত্যিক জনাব মাওলানা মুফতি হানিফ (রাগেব) এর হাতে। হুজুরের দেওয়া দায়িত্ব কে এখনো নিঃস্বার্থে পালন করে যাচ্ছেন তিনি। উনার সহযোগী হিসেবে আছেন অত্র জামেয়ার প্রবীণ মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি আব্দুশ শকুর(হাবিব) সাহেব।

প্রতি বছরের ন্যায় এই বছরও শায়খুল হাদিস আল্লামা হানিফ রাগেব সাহেব,আনুষ্ঠানিকভাবে গতকাল জোহরের পর আখেরি দরস দিয়ে শেষ করেন বুখারী শরীফ । উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র জামেয়ার প্রবীণ মুরব্বি জনাব আল্লামা মাহমুদুল হাসান সাহেব,এবং আখেরী মুনাজাত করেন অত্র জামেয়ার প্রবীণ শিক্ষক জনাব মাওলানা ক্বারি মোখতার সাহেব। অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র জামেয়ার সাবেক মুহতামিম জনাব মাওলানা আফসার উদ্দিন কাসেমী,উপস্থিত ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম জনাব মাওলানা মুফতি আলি আহমদ সাহেবসহ, উপস্থিত , মাদ্রাসার সকল শিক্ষক,ছাত্রসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সর্বস্থরের জনগণ।

[কাজী মু’তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া]

[বিজেপি হিন্দুত্বের কলঙ্ক: মমতা বন্দ্যোপাধ্যায়]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ