শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

কাল ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুপ্রিম কোর্টের সামনে নির্মিত গ্রিক দেবীর মূতি অপসারণের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ জুমআ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সার্বিক সফল করার লক্ষ্যে একটি মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি ও কয়েকটি সাব কমিটি গঠিত হয়েছে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সদস্য সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সদস্য রাজনৈতিক উপদেষ্টা, অধ্যাপক আশরাফ আলী আকন, ৪ যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান।

দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম

সাব কমিটিগুলো হচ্ছে : সার্বিক যোগাযোগ ও তদারকির দায়িত্বে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রচার ও মিডিয়া সাব কমিটির আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম।

স্বেচ্ছাসেবক সাব কমিটির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম,মেডিকেল / চিকিৎসা সাব কমিটির আহবায়ক অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন (কেন্দ্রীয় সদস্য), অভ্যর্থনা বিষয়ক সাব কমিটির দায়িত্বে : ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর সকল সহযোগি সংগঠন, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

সুপ্রিম কোর্টের সামনে নির্মিত গ্রিক দেবীর মূতি অপসারণের দাবীতে পীর সাহেব চরমোনাই আহুত আগামীকালের জাতীয় মহাসমাবেশ সফলের জন্য স্ব স্ব অঙ্গনের নেতাকর্মীদের আহ্বান বিবৃতিতে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মোহাম্মদ মোশাররফ হোসেন, উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল শেখ মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আশরাফ আলী আকন, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট শেক আতিয়ার রহমান, সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, সদস্য সচিব এবিএম জাকারিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহ্বায়ক আল্লামা নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, মহাসচিব মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারী জেনারেল কেএম আতিকুর রহমান।

-এআরকে

কওমি স্বীকৃতি ও মূর্তি সরানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে চরমোনাই পীরের অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ