শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

কোনো হস্তক্ষেপ ছাড়া স্বীকৃতি দিন: আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভবনের কওমি মাদরাসা স্বীকৃতির বৈঠক চলছে। মাওলানা মাহফুজুল হকের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আল্লামা আহমদ শফীর নেতৃত্বে অনুষ্ঠানে ৩০০ আলেম উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, কওমি মাদরাসা কুরআন শিক্ষা কেন্দ্রের সূতিকাগার। দারুল উলুম দেওবন্দ হলো তার প্রাণকেন্দ্র। আমি সরকারের কাছে জানাই যেন তারা কোনো হস্তক্ষেপ না করে স্বীকৃতি দেন।

তিনি বলেন, সরকার অষ্ট মূলনীতি ঠিক করেছে কওমি সনদের স্বীকৃতি দিচ্ছেন সেজন্য ধন্যবাদ। সাথে সাথে আবেদন জানাই সুপ্রিমকোর্ট থেকে মূর্তি সবারো হোক এবং মঙ্গল শোভা যাত্রা বন্ধ করা হোক। স্বীকৃতির জন্য নিবন্ধন জরুরি। কিন্তু মক্তব ও হেফজখানা নিবন্ধনের বাইরে রাখা হোক, কারণ কুরআন শিক্ষা সবার জন্য ফরজ। সবার জন্য  এটি উন্মুক্ত রাখা হোক।

 

শুধু ঘোষণা নয়, সংসদে কওমি স্বীকৃতি আইন পাশ করুন: আল্লামা আবদুল কুদ্দুস

এর আগে গণভবনের কওমি স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তিনি বলেন, কওমি মাদরাসার দাওরার সনদকে এমএর মান দেয়া। অন্যান্য ক্লাসগুলোর ব্যাপারে আমরা সিদদ্ধান্ত নেইনি। পরে এই সিদ্ধান্ত বেন ইনশাল্লাহ।

আমরা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লামা আহমদ শফী ও ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করছি।

মাওলানা আবদুল কুদ্দুস বলেন, আমি দুটি দাবি জানাচ্ছি।  এখানে যে ঘোষণা হবে তা আইনে পরিণত করার জন্য মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা করে এবং জাতীয় সংসদের বিষয়টি উত্থাপন করে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে এটা মুসলমানদের মাথার ব্যাথা।িএটা সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মঙ্গলশোভা যাত্রা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। সারাদেশে ্আলেমদের নামে বিভিন্ন মামলা মোকাদ্দমা হচ্ছে তা যেন বাতিল করা হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ