
ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মুসলিম তরুণদের জঙ্গিবাদমুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সফররত সৌদি আরবের অতিথিরা।
আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জমঈয়তে আহলে হাদিসের কার্যালয় উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন। খবর এনটিভি
সৌদি আরবের পবিত্র কাবা শরিফ মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, সমাজে যাতে সন্ত্রাসবাদ বিস্তার লাভ না করে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। প্রকৃত আলেম-ওলামাদের এ বিষয়ে আরো বেশি সচেতন থাকতে হবে।
[বেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান]
এ সময় সৌদি আরবের মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিমসহ সফররত অতিথিরা বক্তব্য দেন। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অতিথিদের হাতে সর্বোচ্চ নাগরিক সম্মাননার নিদর্শনস্বরূপ ঢাকার প্রতীকী চাবি তুলে দেন।
অতিথিদের উদ্দেশে মেয়র সাঈদ খোকন বলেন, যে কোনো প্রয়োজনে মক্কা ও মদিনার পাশে থাকবে ঢাকা।
আরআর
আবার ভাঙল খেলাফত আন্দোলন! নেপথ্যে কী?
রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠাকে বাধাগ্রস্থ করতেই জঙ্গিবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে: তাকি উসমানি
 
                              
                           
                              
                           
                         
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        