মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


লাহোরে আত্মঘাতী হামলায় ৪ সেনাসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamla_lahorপাকিস্তানের লাহোরে আত্মঘাতী হামলায় চার সেনা জওয়ানসহ নিহত হয়েছে ৭ জন। আহত হয়েছেন ১৯ জন।

জানা যায়, বুধবার সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ করে ওই হামলা চালানো হয়। পুলিশ বলছে, হামলাকারী ছিলেন একজন।

ঘটনার পর উদ্ধার কাজ শুরু করা হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি এবং মোটর বাইককে সরিয়ে নিয়ে যায় স্থানীয় পুলিশ। লাহোর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাজার ও ব্যস্ত রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করে পঞ্চাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সেনা জওয়ানদেরই টার্গেট করেছিলেন আত্মঘাতী ওই জঙ্গি। ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ঘটায় বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

দেড় মাসের মধ্যে এই নিয়ে লাহোরে দ্বিতীয়বার আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। গত ২৩ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হন ৩০ জন। সেই ঘটনার পর ফের রক্তাক্ত হয়ে উঠল লাহোর।

আরআর

মাসউদ আজহারকে আমেরিকার জঙ্গি তালিকাভূক্ত করতে চিনের ভেটো

স্বীকৃতির চলমান প্রক্রিয়ায় : তিন শিক্ষাবিদ আলেমের মিশ্র প্রতিক্রিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ