শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

জামিয়া রাহমানিয়ার খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamia_rahmaniaআবু নাঈম ফয়জুল্লাহ : দেশের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ২০১৬-১৭শিক্ষাবর্ষের বর্ষ সমাপনী অনুষ্ঠিত হয়েছে ৫ এপ্রিল। খতমে বুখারী ও দুআ মাহফিলের মধ্য দিয়ে এ বছরের নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রম শেষ হয়। বুখারী শরীফের শেষ সবকের দরস দেন জামিয়া রাহমানিয়াসহ দেশের একাধিক প্রতিষ্ঠানের শাইখুল হাদিস ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী।

খতমে বুখারী উপলক্ষে জামিয়ায় সকাল থেকেই ছিল সাজ সাজ রব। জোহরের পর থেকেই বিদায়ী ছাত্রদের আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন। পুরো মাদরাসায় দুপুর থেকেই ভিন্ন আমেজ লক্ষ করা যায়। দারুল হাদিসের ক্লাস রুমে মুহুর্মুহু হামদ নাতের সুর বাজতে থাকে। বিকাল সাড়ে চারটা থেকেই জামিয়ার প্রধান ফটক বাবুল আজিজে ছাত্ররা সারিবদ্ধভাবে বহিরাগত মেহমানদেরকে অভ্যর্থনা জানায়।

স্বীকৃতির চলমান প্রক্রিয়ায় : তিন শিক্ষাবিদ আলেমের মিশ্র প্রতিক্রিয়া

সন্ধ্যার পর শুরু হয় মূল পর্ব। মুহূর্তেই কানায় কানায় ভরে ওঠে পুরো মিলনায়তন। কুরআন তেলাওয়াত ও জামিয়ার তারানার সুরে মুখর হয় পুরো মিলনায়তন। সাদা জুব্বা ও পাগড়ি পরা তাকমিল জামাতের ৭৫ জন বিদায়ী ছাত্র বুখারী হাতে হলে প্রবেশের সাথে সাথে অন্যরকম আমেজ জাগে উপস্থিত শ্রোতাদের মাঝে।

শুরুতেই মুফতি মাহফুজুল হক সাহেব উদ্বোধনী বক্তব্য দেন। এরপর শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী বুখারী শরীফের শেষ দরস প্রদান করেন এবং দুআ পরিচালনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জামিয়ার প্রিন্সিপাল ও বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি মাহফুজুল হক সাহেব, মুফতি হিফজুর রহমান সাহেব, মুফতি জিয়াউর রহমান সাহেবসহ আরো অনেকেই।

মুহাম্মদপুর ও রাজধানীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

রাত সাড়ে আটটায় আবেগঘন আনন্দ ও প্রভুর দরবারে অশ্রুসজল মুনাজাতের মধ্য দিয়ে বরকতময় এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মুসলিম জাতিকে বিজয়ী বলায় ইমামকে ৪০০০ ডলার জরিমানা

নবজাগরণের স্বপ্ন দেখছে স্পেনের মুসলমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ