শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
লেখকদের পৃষ্ঠপোষকতায় পদক পেলেন মাওলানা মুহাম্মাদ সালমান ৪৮ প্রার্থীর মধ্যে ২০ জন মাদরাসাপড়ুয়া, আলোচনায় ডাকসু ভিপি নির্বাচন ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা ফোরামের আয়োজনটি হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণা হয়ে থাকবে মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় লেখক ফোরাম পদক পেলেন মুফতি হিফজুর রহমান রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

বড়হাটে 'অপারেশন ম্যাক্সিমাস' শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়া মৌলভীবাজার শহরের বড়হাটে 'জঙ্গি আস্তানায়' সোয়াটের 'অপারেশন ম্যাক্সিমাস' আবার শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় দফা অভিযানের প্রস্তুতি শুরু করেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গুলির শব্দ পাওয়া যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ায় ওই অভিযান বন্ধ ঘোষণ করা হয় তবে সেই ঘোষণার ঘণ্টা না পেরুতেই বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটে জঙ্গি আস্তানার ভেতরে। তখন ফের সক্রিয়া হন অভিযানকারীরা।

মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ওই ডুপ্লেক্স বাড়ি ঘিরে সকাল সোয়া ৯টার দিকে সোয়াট,  পুলিশ, র‌্যাবকে প্রস্তুত থাকতে দেখা যায়। সেখানে দমকল বাহিনীর পাশাপাশি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সমকালকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। এরপরও সোয়াটের সদস্যরা সেখানে অবস্থান করছিল। ওই সময় 'জঙ্গি আস্তানার' ভেতরে বিস্ফোরণের শব্দ হলে সোয়াট সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে।

অভিযান চলাকালে পুলিশের এক সদস্য আহত হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি আস্তানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটলে 'স্প্লিন্টারের' আঘাতে ওই পুলিশ সদস্য আহত হয়। তবে পরে তারা জানায়, জানালার কাচ ভেঙ্গে তিনি আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়।

শনিবার সকালে এই 'জঙ্গি আস্তানায়' অভিযান শুরুর পর মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেছিলেন, 'ভেতরে প্রচুর বিস্ফোরক রয়েছে। অভিযানে সোয়াটের পাশাপাশি বিস্ফোরক বিশেষজ্ঞদের নেওয়া হচ্ছে। অভিযান শেষ হতে বিলম্ব হতে পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ