সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন বিভাজন নয়, প্রয়োজন ঐক্য প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা যুক্তরাষ্ট্রের কাছে থাকা অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প

বাদশাহ সালমানের ৫০৬ মেট্রিক টনের লাগেজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

king salmanআওয়ার ইসলাম : দীর্ঘ সফরে বেরিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সফর করবেন এশিয়ার পাঁচ দেশে। সবার প্রথমে মালয়েশিয়ায় পা রেখেছেন বাদশাহ সালমান। এর পরেই ইন্দোনেশিয়ায় নয় দিনের সফরে যাবেন তিনি।

ইন্দোনেশিয়ায় বাদশাহ সালমানের এই সফরের মাধ্যমে ৪৬ বছরে এই প্রথম মুসলিম প্রধান দেশটিতে সৌদির রাজ পরিবারের কোনো সদস্য সফর করবেন।

বাদশাহ সালমানের এই সফরের মাধ্যমে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় এবং অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, বাদশাহ সালমান ৫০৬ মেট্রিক টন লাগেজ, দুটি মার্সিডিজ গাড়ি এবং দুটি ইলেক্ট্রিক লিফট নিয়ে ইন্দোনেশিয়ায় সফর করবেন।

বাদশাহর লাগেজ বহনের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যেই ইন্দোনেশিয়ায় ওই লাগেজগুলো পৌঁছে গেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা আদজি গুনাওয়ান জানিয়েছেন, সৌদি বাদশাহর লাগেজ বহনের জন্য তার প্রতিষ্ঠানের ৫৭২ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে।

আড়ম্বর ও বিলাসবহুলভাবে সফরের কারণে আগে থেকেই সৌদি বাদশাহর সুনাম রয়েছে। তবে একই সঙ্গে তার এমন অপব্যয়ের জন্য সমালোচনাও হয়েছে। এর আগে ২০১৫ সালে ওয়াশিংটনে সফরের সময় জর্জটাউনের একটি বিলাসবহুল হোটেলের পুরোটাই বুক করেছিলেন তিনি। ওই হোটেলটি আশেপাশের বেশ কিছু হোটেলের মধ্যেৃ সবচেয়ে বেশি বিলাসবহুল ছিল। আর এতে মোট ২২২টি কক্ষ ছিল।

জাকার্তা পোস্টের এক খবরে জানানো হয়েছে, ১০ মন্ত্রী, ২৫ যুবরাজ এবং ১শ নিরাপত্তা সদস্যসহ মোট ১৫শ জন সৌদি বাদশাহর সফরসঙ্গী হবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ