বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী

’কিশোর বয়সে লেখা কিছু কবিতা মলাটবদ্ধ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arif_khan_sadআরিফ খান সা'দ। বাবা ছিলেন বিমান বাহিনির সৈনিক। যার সুবাদে ক্যান্টনমেন্টেই বড় হওয়া। স্কুলেই পড়াশোনার সূচনা। তারপর হিফজ, দাওরা, ইফতা শেষ করে এখন জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম, গুলশান ২ এ শিক্ষক হিসেবে কর্মরত আছেন পশাপাশি এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স পড়ছেন। আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বশির ইবনে জাফর এর সাথে কথাবার্তায় উঠে এসেছে লেখকের বইমেলা বিষয়ক কিছু আলাপন।

আসসালামু আলাইকুম ।
ওয়া আলাইকুম আসসালাম
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন।

এবারের বইমেলায় আপনার নতুন কোনো বই এসেছে কী?
জি, কিশোর বয়সে লেখা কিছু কবিতা মলাটবদ্ধ হয়েছে 'শিয়রে শব্দের শিহরণ' নামে।

এবারের বইমেলায় গিয়েছেন??
আরিফ খান সা'দ- জি, প্রতিবছরই একাধিকবার যাওয়া হয়। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত যাওয়া হচ্ছে। বইয়ের মেলা দেখার অন্যরকম একটি আনন্দ আছে।

গতবারের বইমেলা আর এবারের বইমেলা- কোনো পরিবর্তন কী লক্ষ্য করেছেন?
বইমেলার পরিসর বাড়ছে কিন্তু আগের প্রাণোচ্ছ্বাস মনে হয় কেমন যেনো হ্রাস পাচ্ছে। পুরো মেলা জুড়েই মানহীন গল্প উপন্যাস কবিতার ছড়াছড়ি। এবার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিষয়টা ইতিবাচক হলেও অনেকসময় বাড়তি ভোগান্তির শিকার হতে হয়।

এই ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট?
মেলায় প্রবেশপথ উন্মুক্ত রাখলেই ভালো। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইসটাওয়ার, সিসিক্যামেরা ও টহলবাহিনী আছে। তাছাড়া ভেতরে বসার মতো কোনো বেঞ্চের ব্যবস্থা নেই।

লেখালেখিতে কীভাবে এলেন?
কিশোর বয়স থেকে বই পড়তে শুরু করি। পড়তে পড়তে লেখার ইচ্ছা জাগে।

এ পর্যন্ত আপনার কতোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে?
একটি।

লেখালেখির জগতে আপনার আদর্শ কে?
মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা আতিকুল্লাহ

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
দেশের সকল শ্রেণির মানুষ অধ্যয়নমনষ্ক হয়েছে এটা দেখা।

পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
দিনের কমপক্ষে পাঁচ ঘণ্টা পড়বেন ও এক ঘণ্টা লিখবেন। দিনের শুরুতে এক পারা কুরআন তেলাওয়াত করবেন ও আধা ঘন্টা তরজমা ও তাফসীর পড়বেন।

আওয়ার ইসলাম এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

আরআর

আগের সংবাদ: ওয়াজ করে ১০ হাজার টাকা পেলেন শামীম ওসমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ