সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

বইমেলায় আবুল ফাতাহ'র 'অভ্রত্ব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatah_abulযাইফ মাসরুর: একুশে বইমেলায় বইপোকাদের বেশীরভাগেরই দৃষ্টি থাকে জনপ্রিয় লেখকদের বইয়ের দিকে। তবে নতুন লেখকদের প্রতিও সবার একটা অন্যরকম আগ্রহ থাকে। এজন্যই প্রতিবছর আমরা অনেক নতুন লেখকের দেখা পাই, যাদের মধ্য থেকে পাঠকদের মূল্যায়ণে কেউ কেউ হয়ে উঠেন সেরাদের একজন।

পাঠকের বিচারে সেরাদের তালিকায় উঠে যাওয়া এমন নতুন লেখকদেরই একজন আবুল ফাতাহ।

এবারের মেলায় থাকছে তার জনপ্রিয় অভ্র সিরিজের পঞ্চম উপন্যাস 'অভ্রত্ব'। অভ্র সিরিজের উপন্যাস হিসেবে পঞ্চম হলেও বইয়ের হিসেবে তৃতীয়।

বইটি প্রকাশ করেছে রোদেলা। বইয়ের নজরকাড়া প্রচ্ছদটি করেছেন লেখক নিজেই। একশত ষাট পৃষ্টার এই বইয়ের মুদ্রিত মূল্য দুইশত বিশ টাকা।

অভ্র সিরিজ সম্পর্কে আবুল ফাতাহ বলেন, কয়েক বছর আগে সাপ্তাহিক 'লিখনী'র ঈদ সংখ্যায় প্রথমবারের মত ছাপার অক্ষরে প্রকাশিত হয় অভ্র সিরিজের কোন উপন্যাস। যে বিপুল পরিমাণ সাড়া পেলাম তাতে মোটামুটি অভিভূত যাই। অবিশ্বাস্য হলেও সত্য, এখনও প্রায়ই মেসেজ পাই ওই উপন্যাসের পাঠকদের। সে সময় পড়ে আজও মনে রেখেছেন। পাঠকের সেই ভালবাসাকে পুঁজি করে প্রথমবার রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত হয় 'একজন অভ্র এবং জনৈক পিতা'। পাঠকের সে ভালবাসায় এতটুকু কমতি ছিল না সেই বইতেও। তারই ধারাবাহিতার ফসল বলা যেতে পারে প্রকাশিতব্য এই উপন্যাসকে। রহস্যের মিশেলে অভ্র'র অভ্রত্ব নিয়েই এর উপাখ্যান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ