বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

'ইসমাইল' ও 'মুহাম্মাদ' নামের ব্যক্তিদের গ্রেফতার করছে মিয়ানমারের পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga23আওয়ার ইসলাম: আরাকানে 'কুডু সারাহ' শহরের পুলিশ ‘ইসমাইল’ ও ‘মুহাম্মদ’ নামের রোহিঙ্গাদের থানায় যোগাযোগ করার নির্দেশ দিয়েছে।  খবর ইকনা বার্তা সংস্থার

পুলিশ দাবী করেছে, রোহিঙ্গা কর্মীদের সাথে যে সকল ব্যক্তির যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই ইস্যুর সূত্র ধরে ২৫ জন রোহিঙ্গা মুসলমানকে পুলিশের সদর দফতরে তলব করা হয়েছে এবং তাদের দুটি দলে বিভক্ত করা হয়েছে। এই দুটি দলের মধ্যে একটি দলকে মুক্ত করা হয়েছে এবং অপর দলে যাদের অধিকাংশ 'ইসমাইল' 'মুহাম্মাদ' নামের এবং বয়স্ক ছিল তাদেরকে হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়েছে।

মাওলুদ মুহাম্মাদ আব্দুল কাদের (৭০), মাওলুদ মুহাম্মাদ কাসেম মুহাম্মাদ জলিল (৫১), ইসমাইল এমদাদুল্লাহ (৫৫), ইসমাইল মুহাম্মাদ হোসাইন (৬৫), ইসমাইল ফাজল আহমাদ (৫০), মুহাম্মাদ হোসেন সাইদুর রহমান (৪৯), মুহাম্মাদ কাসেম মাওলুদ মুহাম্মাদ আমিন (৬২) এই সাত ব্যক্তির নামের মিল এবং তাদের নামের সাথে ইসমাইল এবং মুহাম্মাদ থাকার কারণে মিয়ানমারের পুলিশ তাদেরকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে স্থানান্তর করেছে।

কয়েক দিন পূর্বে মাংডু শহরের উত্তরে অবস্থিত সামুনা শহরের বৌদ্ধ কাউন্সিল উক্ত শহরে বসবাস করার জন্য রোহিঙ্গা মুসলমানদেরকে কর পরিশোধ করা বাধ্যতামূলক করেছে!

মিয়ানমারের রাজ্য আরাকানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় গত বছরের ৯ম অক্টোবরে বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় ৯ জন পুলিশ নিহত হয়। এই ঘটনার পর থেকে সেদেশের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীরা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস ও অমানবিক হামলা চালায়। এরফলে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে এবং অনেকে গ্রেফতার হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলমান পালিয়ে এসেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ