শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

'ইসমাইল' ও 'মুহাম্মাদ' নামের ব্যক্তিদের গ্রেফতার করছে মিয়ানমারের পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga23আওয়ার ইসলাম: আরাকানে 'কুডু সারাহ' শহরের পুলিশ ‘ইসমাইল’ ও ‘মুহাম্মদ’ নামের রোহিঙ্গাদের থানায় যোগাযোগ করার নির্দেশ দিয়েছে।  খবর ইকনা বার্তা সংস্থার

পুলিশ দাবী করেছে, রোহিঙ্গা কর্মীদের সাথে যে সকল ব্যক্তির যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই ইস্যুর সূত্র ধরে ২৫ জন রোহিঙ্গা মুসলমানকে পুলিশের সদর দফতরে তলব করা হয়েছে এবং তাদের দুটি দলে বিভক্ত করা হয়েছে। এই দুটি দলের মধ্যে একটি দলকে মুক্ত করা হয়েছে এবং অপর দলে যাদের অধিকাংশ 'ইসমাইল' 'মুহাম্মাদ' নামের এবং বয়স্ক ছিল তাদেরকে হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়েছে।

মাওলুদ মুহাম্মাদ আব্দুল কাদের (৭০), মাওলুদ মুহাম্মাদ কাসেম মুহাম্মাদ জলিল (৫১), ইসমাইল এমদাদুল্লাহ (৫৫), ইসমাইল মুহাম্মাদ হোসাইন (৬৫), ইসমাইল ফাজল আহমাদ (৫০), মুহাম্মাদ হোসেন সাইদুর রহমান (৪৯), মুহাম্মাদ কাসেম মাওলুদ মুহাম্মাদ আমিন (৬২) এই সাত ব্যক্তির নামের মিল এবং তাদের নামের সাথে ইসমাইল এবং মুহাম্মাদ থাকার কারণে মিয়ানমারের পুলিশ তাদেরকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে স্থানান্তর করেছে।

কয়েক দিন পূর্বে মাংডু শহরের উত্তরে অবস্থিত সামুনা শহরের বৌদ্ধ কাউন্সিল উক্ত শহরে বসবাস করার জন্য রোহিঙ্গা মুসলমানদেরকে কর পরিশোধ করা বাধ্যতামূলক করেছে!

মিয়ানমারের রাজ্য আরাকানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় গত বছরের ৯ম অক্টোবরে বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় ৯ জন পুলিশ নিহত হয়। এই ঘটনার পর থেকে সেদেশের উগ্র বৌদ্ধ এবং সেনাবাহিনীরা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস ও অমানবিক হামলা চালায়। এরফলে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে এবং অনেকে গ্রেফতার হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলমান পালিয়ে এসেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ