বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ইজতেমার আগেই মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaripur_ijtemaআওয়ার ইসলাম: মুখে জিকির, কাঁধে বেগ। হাতে  প্রয়োজনীয় আসবাবপত্র। সারিবদ্ধভাবে হাঁটছে। দলে-দলে আসছে মুসল্লি।আসন্ন ইজতেমা উপলক্ষে লাখো মুসল্লির ঢল তুরাগ নদীর তীরে।

টঙ্গীর ১৬০ একর ইজতেমার মাঠে আগামী শুক্রবার ১৩ জানুয়ারি শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি রোজ রোববার জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইতোমধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। জানা গেছে, মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা নিয়োজিত আছেন। তুরাগ  নদে ৯টি ভাসমান পন্টুন সেতু নির্মাণ করেছেন সেনাবাহিনী। প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুড়নেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ সুচারুরূপে সম্পন্ন হয়েছে।

ইজতেমার নিরাপত্তা এবং ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় এবার কয়েকটি দেশের নাগরিকরা ইজতেমায় অংশ গ্রহণ করতে পারবেন না। মরণঘাতী ইবোলা ভাইরাস আক্রান্ত বিশ্বের৫ দেশ। এই পাঁচ দেশের নাগরিকদের স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে নিরুৎসাহিত করা হচ্ছে। এ ছাড়াও যে সব দেশে জঙ্গি গোষ্ঠীর তত্পরতা রয়েছে সেসব দেশের নাগরিকদের ইজতেমায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

ইজতেমার প্রথম পর্বে অংশ গ্রহণ করবেন ঢাকার উত্তর থেকে দেশের উত্তরভাগের মুসল্লিরা।ইজতেমায় আগত মুসল্লিরা জেলাভিত্তিক খিত্তা নাম্বার হিসেবে নিজেদের অবস্থানস্থল শনাক্ত করেন। কোন জেলার মুসল্লিরা  কত নাম্বার খিত্তায় অবস্থান করবেন তার তালিকা প্রকাশ করেছেন ইজতেমা কর্তৃপক্ষ।

১নং খিত্তায় গাজীপুর-১, ২নং খিত্তায় গাজীপুর-২, ৩-১৩নং খিত্তায় ঢাকা-৩ থেকে (ঢাকা-১, ২ বাদে) ১২, ১৪নং খিত্তায় সিরাজগঞ্জ, ১৫নং খিত্তায় নরসিংদী, ১৬নং খিত্তায় ফরিদপুর, ১৭নং রাজবাড়ী, ১৮নং খিত্তায় শরীয়তপুর, ১৯ (১-২) খিত্তায় কিশোরগঞ্জ, ২০নং খিত্তায় নাটোর, ২১নং খিত্তায় শেরপুর, ২২ নং খিত্তায় দিনাজপুর, ২৩নং খিত্তায় হবিগঞ্জ, ২৪নং খিত্তায় রংপুর, ২৫নং খিত্তায় লালমনিরহাট, ২৬নং খিত্তায় গাইবান্ধা, ২৭নং খিত্তায় জয়পুরহাট, ২৮নং খিত্তায় রাজশাহী, ২৯ নং খিত্তায় সিলেট। ৩০ নং খিত্তায় চাঁদপুর, ৩১ নং খিত্তায় ফেনী, ৩২ নং খিত্তায় চট্টগ্রাম, ৩৩ নং খিত্তায় বান্দারবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ৩৪ নং খিত্তায় বাগেরহাট, ৩৫ নং খিত্তায় নড়াইল, ৩৬ নং খিত্তায় চুয়াডাঙ্গা, ৩৭ নং খিত্তায় যশোর, ৩৮ নং খিত্তায় ভোলা, ৩৯ নং খিত্তায় বরগুনা ও ৪০ নং খিত্তায় ঝালকাঠি জেলার মুসল্লিরা অবস্থান করবেন।

ডিএস

ইজতেমা থেকে আমলের দৃঢ়তা ও পরিশুদ্ধতার সবক পায় লাখো মানুষ: মুফতি যুবায়ের আহমদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ