বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

আলজাজিরার বর্ষসেরা ব্যক্তিত্ব এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার জরিপে ২০১৬ সালের পারসন অব দ্য ইয়ার বা সেরা ব্যক্তিত্ব মনোনীত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আলজাজিরা আরবি বিভাগ এই জরিপ চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যটির ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত ওই জরিপে ভোট দেয় প্রায় ১ লাখ ৩০ হাজার লোক।

মোট ভোটের ৪০ শতাংশ লাভ করে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন তুর্কি প্রেসিডেন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ শতাংশ ভোট পেয়েছে পাঁচ বছর বয়সী সিরীয় শিশু ওমরান দাকনিশ। সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় আহত ওমরানের ধুলোমলিন ছবি ছিল গত বছরের অন্যতম আলোচিত ঘটনা। এ ছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ড্রোন পরিকল্পনার নেপথ্য নায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাওরি ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বেশ কয়েক বছর ধরেই বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা। মুসলিম প্রধান দেশ তুরস্কের সমাজব্যবস্থায় ইসলামি মূল্যবোধ ধরে রেখে উন্নয়নের কারণেই তিনি তার দেশসহ বিশ্বে জনপ্রিয় নেতাদের একজন। ১৯৫৪ সালে জন্ম নেয়া এরদোগান দেশটির বর্তমান ক্ষমতাসীন একে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর নির্বাচিত হন প্রেসিডেন্ট।

এর আগে দেশটির সবচেয়ে প্রাচীন নগরী ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার হাত ধরেই তুরস্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে।<

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ