সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

ঐশীস্বরের রেডিও অনুষ্ঠানের জমজমাট বর্ষপূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oishishor5আওয়ার ইসলাম: এশিয়ান রেডিওতে প্রচারিত সাপ্তাহিক জনপ্রিয় ইসলামি সঙ্গিত ও আলোচনা অনুষ্ঠান ‘ফ্রুটিকা চেতনার ধ্বনি বাই ঐশীস্বর’-এর বর্ষপূর্তি উপলক্ষে গত ২৩ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশেষ পর্ব প্রচারিত হয়েছে।

বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক গবেষক ড. ইমতিয়াজ আহমদ, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম রফিকুল হায়দার চৌধুরী, কলামিস্ট ও গবেষক মুফতি জহির ইবনে মুসলিম, পাক্ষিক সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, বিশিষ্ট ওয়ায়েজ গাজী সিদ্দিকুর রহমান, আরাফাত রাজী ও মুহাম্মাদ বরকতুল্লাহ।

বরাবরের মত সঞ্চালনায় ছিলেন ঐশীস্বরের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক সাহিল ও আরজে শামিম আল জাবের।

অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বছর জুড়ে অনুষ্ঠানটি অতিথি হয়ে আসা বিশিষ্টজনদের।

অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঐশীস্বর চেয়ারম্যান শায়খ আব্দুল হাফিজ মারুফ, পরিচালক ওমর ফারুক সাহিল ও নির্বাহি পরিচালক সাইফুল ইসলাম লাবিব।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার সুরকার কাওসার আহমদ সোহাইল, অনুপ্রাস এর প্রধান পরিচালক আব্দুল আহাদ সালমান, আবৃত্তি শিল্পী ইবরাহীম কোব্বাদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর ফারুক মাসরু, দেশাল বিডি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আহমদ ইয়াকুব সোহান, ঐশীস্বর কিশোর শিল্পী সিফাতুল্লাহ জামী ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল আলাউদ্দিন বিন সিদ্দিক সহ ঐশীস্বরের অন্যান্য দায়িত্বশীলরা।

বর্ষপূর্তি উপলক্ষে আগত সকল অতিথিবৃন্দ চমৎকার গঠনমূলক শুভেচ্ছা বক্তব্য শেষে এ অনুষ্ঠান সহ সংগঠনের সকল কলাকুশলীদের জানান প্রাণঢালা অভিনন্দন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ