শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

নেত্রকোনা যাচ্ছেন আল্লামা শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi2জুবাইর ইবনে কামাল: জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী মাদরাসার উদ্দ্যোগে আগামী ২৪ ডিসেম্বর নেত্রকোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)’র চেয়ারম্যান এবং আলজামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা-পরিচাক আল্লামা শাহ্ আহমাদ শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জুনাইদ বাবুনগরী। সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আনোয়ার শাহ।

সরেজমিনে গিয়ে দেখা যায় আল্লামা শফির আগমনকে ঘিরে পুরো মালনী জুড়ে প্রায় সপ্তাহ খানেক ধরেই চলছেে আনন্দমুখর পরিবেশ চলছে। এলাকার সার্বিক উন্নয়ন খুব দ্রুততার সাথে, রাস্তা-ঘাট মেরামত এবং এলাকা পরিস্কারের কাজ। মাদরাসার ছাত্র-শিক্ষক খুব ব্যস্ত সময় পার করছেন।

মাদরাসার এক শিক্ষক জানান, মাহহফিলে আগত মুসল্লীদের যেন কোন ভোগান্তি না হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশপাশের পুকুরগুলোতে পানি দিয়ে অজুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, পাশাপাশি তৈরি করা হচ্ছে অতিরিক্ত প্রস্রাব পায়খানার স্থান। অপর দিকে এলাকার মানুষ জান-প্রাণ দিয়ে মাহফিল বাস্তবায়নের কাজে ব্যস্ত।

এলাকার বাসিন্দা মো. জামালুদ্দীন বলেন, আমাদের এলাকার মাদরাসা আর আমাদের এলাকার মাহফিল উভয়টা আমাদের জন্য গৌরবের বিষয়, এতদিন মাহফিল হয়েছে এলাকার বাইরে তাতে অনেকেই মনক্ষুন্ন হয়েছে, কিন্তু এবার সবাই খুশি। আমার খুব ভাল লাগছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ