 আওয়ার ইসলাম: সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সংগীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ার ইসলাম: সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সংগীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের কেরেলা অঙ্গরাজ্যের ত্রিভানদ্রাম শহরে এ ঘটনা ঘটে বলে বুধবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা সিনেমা দেখতে যান। সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত চলার সময় বেশ কিছু দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে তাদের নিজেদের সিটে বসে থাকেন। জাতীয় সংগীত অবমাননাকারী এমন ১২ জনকে গ্রেফতার করা করা হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় সুপ্রিম কোর্ট সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে এ সময় দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিধি অমান্য করলে রয়েছে শাস্তির ব্যবস্থা। ১৯৬০-৭০ দশকে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন ও দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি যথাযত মর্যাদায় পালন করা হতো। কিন্তু বর্তমানে তা আগের মতো পালন করা হয় না।
এআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        