 আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ওই পার্লামেন্টের সদস্যরা বৃহস্পতিবার এক প্রস্তাব অনুমোদন করে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র প্রতি এ আহ্বান জানিয়েছেন।
আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ওই পার্লামেন্টের সদস্যরা বৃহস্পতিবার এক প্রস্তাব অনুমোদন করে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র প্রতি এ আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের প্রতি বিদ্বেষী আচরণ বন্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধ পরিচালনাকারীদের দায়মুক্তির আইন বাতিল করতে হবে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে, উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে প্রচণ্ড ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে তা অবসানের জন্য মিয়ানমার সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে এই জনগোষ্ঠী তাদের নাগরিক অধিকারগুলো ফিরে পায়।
এ ছাড়া, যতদিন মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহিস্কার না করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        