 আওয়ার ইসলাম: নবীর সা. শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক, বললেন হিন্দু গভর্নর। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সা. এর শিক্ষা একালেও সচল ও বেশ সঙ্গত।
আওয়ার ইসলাম: নবীর সা. শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক, বললেন হিন্দু গভর্নর। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সা. এর শিক্ষা একালেও সচল ও বেশ সঙ্গত।
গতকাল ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ভারতের গোয়া প্রদেশের গভর্নর মৃদুলা সিনহা এক বিবৃতি একথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বিপদগামী পথভ্রষ্টরা যখন মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের জাল ছড়িয়ে দিতে ব্যস্ত তখনও নবি মুহাম্মদের শিক্ষার বেশ গুরুত্ব রয়েছে। বিপদগামীদের ছড়ানো অবিশ্বাস নিরসনে মুহাম্মদের শিক্ষার এক মহাকালীন গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, সৃষ্টিকর্তা ও মানুষের সাথে মানুষের বন্ধন ও ভ্রাতৃত্ব রক্ষা ইসলামের এক উন্নত মূলনীতি।
এআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        