 দিদার শফিক: ইসরাইলের দখলকৃত বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনি মুসল্লিদের প্রথমবারের মত গত জুমায় ইসরাইলের স্পাই ড্রোন পর্যবেক্ষণ শুরু করেছে।
দিদার শফিক: ইসরাইলের দখলকৃত বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনি মুসল্লিদের প্রথমবারের মত গত জুমায় ইসরাইলের স্পাই ড্রোন পর্যবেক্ষণ শুরু করেছে।
মুসলমানের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের লক্ষ্যে আগমনের পথে ইসরাইলি সেনা ও পুলিশ জায়গায় জায়গায় বাধা প্রদান করে আসছিল।
ইসরাইলি সেনা ও পুলিশের এসব বাধা উপেক্ষা করে ফিলিস্তিনি নাগরিকরা মসজিদে উপস্থিত হত। তবে গত জুমায় নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের বাধা দেয়া হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করার জন্য আগমনকারী ফিলিস্তিনিদের কয়েক ধাপে চেকপোস্ট ডিঙ্গিয়ে আসতে হয়। চলে সার্বক্ষণিক তল্লাশি। এসব এতটাই বিরক্তিকর ও হয়ারানিমূলক যার ফলে অনেক নামাজি বায়তুল মুকাদ্দাসে আসতে ভয় পায়।
সূত্র: দৈনিক জং
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        