সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

বিয়ের আড়ম্বরতাকেও ছাড়াচ্ছে মিলাদুন্নবি উদযাপন; জনমনে উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eid_miladunnabi

দিদার শফিক: পাকিস্তানে ঈদে মিলাদুন্নবি উদযাপন উপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। এ প্রস্তুতি বিয়ের জাকজমকতার পর্যায়ে উপনীত হয়েছে। জনমনে এই নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ মানুষ ক্রমেই সহিহ ইসলাম থেকে সরে মনগড়া মতবাদে ভিড়ছে।

পাকিস্তানের দৈনিক জং জানিয়েছে তাদের দেশে এবার মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা বিয়ের আড়ম্বরতাকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানের একটি শহরে ১২ হাজার পাউন্ডের কেক তৈরি করা হয়েছে। এক শহরে ১২শ দুম্বা ও বকরি জবেহ করার প্রস্তুতি চলছে। এছাড়াও র‌্যালি–শোভাযাত্রা তো আছেই।

পত্রিকাটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে দেশের বিভিন্ন মসজিদ ও প্রাসাদগুলোকে নানান রঙের আলোকবাতিতে সজ্জিত করা হচ্ছে। মুলতানে ৭৫ ফিট লম্বা এবং ৭ ফিট চওড়া ও ১২ হাজার পাউন্ড ওজনের কেক প্রস্তুত করা হয়েছে। ৮ জন কর্মী ১২ দিনে এই কেক তৈরির কাজ সম্পন্ন করেছেন। চেমনে সাহেবে আগা দরবারে ১২শ দুম্বা ও বকরি কুরবানি করা হবে। দরবারটিতে ১ হাজার ডেগ পোলাও রান্না করা হবে বলে জানা গেছে। রহিম ইয়ার খানের বিভিন্ন গলি ও মহল্লায় সবুজ পতাকা উড়ানো হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থান ও বাজারসমূহ বৈদ্যতিক ঝাড়বাতিতে সুসজ্জিত করা হয়েছে।’

Image result for pakistan eid e miladunnabi

এসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে দিনদিন উদ্বেগ বাড়ছেই। কারণ মিলাদুন্নবী পালন সূচনালগ্ন থেকেই বিরোধপূর্ণ। হাদিস বা পরবর্তী যুগের কোনো কিতাবে এসবের ভিত্তি নেই। আওয়ালিয়া কেরমাগণও এসব পালন করেনি কখনো। তার এ দিন উপলক্ষ্যে রোজা রাখা, দোয়া দরুদ পড়াসহ সিরাতের চর্চা করেছেন বেশি বেশি।

হক্কানি আলেমরা বললেন, মিলাদুন্নবী সা. নামে এ ধরনের ভোজসভা ইসলামে বর্জনীয়। নবীজি বরং এ দিনে মুসলমানদের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যা সহিহ হাদিসে বর্ণিত রয়েছে।

তাদের মতে, পরিমিতিবোধের সীমায় থেকে কেবল রাসুলের জীবন, কর্ম ও আদর্শের আলোচনার মাধ্যমে চর্চা ও অনুসরণের চেতনাকে উজ্জীবিত করা যেতে পারে। কিন্তু হালে রাসুল প্রেমে নাম ফাটানো ভোজানুষ্ঠান ও লোক দেখানো সভা উদযাপনের মধ্যে আটকে গিয়ে সিরাত চর্চার মূল চেতনাকে হারিয়ে ফেলছে নবির উম্মতগণ। যা মানুষকে ইসলাম থেকে বাইরে নিচ্ছে দিন দিন।

আরআর

এই খবরটিও পড়ুন: জার্মানিতে শরণার্থীদের খ্রিস্টান হওয়ার হিড়িক; কারণ কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ