 আওয়ার ইসলাম: গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহতের খরব পাওয়া গেছে নাইজেরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আওয়ার ইসলাম: গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহতের খরব পাওয়া গেছে নাইজেরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করছিলেন। সেই ত্রুটি থেকেই ছাদ ধ্বসের ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
এপি জানিয়েছে ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে মানহীন উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণনীতি না মানার কারণে এ ঘটনা ঘটতে পারে।
২০১৪ সালে লাগোস শহরে গির্জার একটি হোস্টেল ধসে বহু মানুষ মারা যায়।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        