বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

কে পাচ্ছেন দেশ গবেষক সম্মাননা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

last_fainalআওয়ার ইসলাম: দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলামের উদ্যোগে ‘এসো দেশকে জানি’ কুইজে যারা বিজয়ী হয়েছেন তাদের নিয়ে চূড়ান্ত পর্ব এবং বিজয় উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

চূড়ান্ত পর্বে লিখিতভাবে ৩০ মিনিটের একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে প্রতিযোগিতা পর্ব।

বিজয়ী ১০জনকে দেওয়া হবে ‘দেশ গবেষক’ সম্মাননা সার্টিফিকেটসহ বিশেষ পুরস্কার। অংশ গ্রহণকারীকে শুধু কলম নিয়ে আসলেই হবে। শুধু ২০টি প্রশ্নের উত্তরের পাশে টিক () চিহ্ন দিতে হবে।

প্রতিযোগিতা শেষে শুরু হবে-বিজয় উৎসব। দেশের সঙ্গীত, ছড়া-কবিতাপাঠ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, দেশ গবেষক সম্মাননা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিজয় উৎসবের সভাপতিত্ব করবেন। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী।

এছাড়াও আলেম, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক সাংবাদিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজয় উৎসবে নানা আয়োজনের পাশাপাশি কবি ও ছড়াকারদের কণ্ঠে কবিতাপাঠ এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নিয়ে পাঠকদের বক্তব্যের একটি পর্ব থাকবে।

কুইজ ১ম পর্বে বিজয়ীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আওয়ার ইসলাম ইভেন্ট-এর পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মুরাদ খান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ