বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

পুড়েছে ৫শ ঘর, ভেঙেছে ২শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bostiঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়েছে হাহাকার। ভয়াবহ এ আগুনে পুড়েছে প্রায় পাঁচশ ঘর। স্থানীয় সিটি কাউন্সিলর মফিজুর রহমান এমনটাই দাবি করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ মতো ঘর ভেঙে ফেলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, “আমরা অনুমান করছি, একটি লেপ তোশকের দোকান থেকে এ আগুন লেগেছে। বউ বাজারে লাগা এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, `ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ছুটে এসেছেন। তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পাশাপাশি আমাদের এখানে ২০০ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আছেন। আগুন নেভাতে তারা সহযোগিতা করেছেন। স্থানীয় লোকজনতো ছিলই।'

ঘনবসতিপূর্ণ এ বস্তিতে ৩৫ হাজার ঘর আছে দাবি করে এ জনপ্রতিনিধি বলেন, `৪-৫ লাখ লোক এখানে বাস করেন। দিন দিন বস্তিটি বড় হচ্ছে, মানুষ বাড়ছে। আমরা সাধ্যমতো সবাইকে সচেতন রাখার চেষ্টা করছি। তবুও কোনো অসতর্কতা থেকে এ দুর্ঘটনা ঘটে গেছে। সবাই আরো সচেতন হলে এমনটা হতো না।'

সিটি করপোরেশন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে রাতের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বলেন, `মেয়র মহোদয় ঘুরে গেছেন। তিনি বলেছেন, তদন্ত করে এ আগুন লাগার ঘটনা উদ্ঘাটন করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।'

উল্লেখ্য, দুপুর ২টা ৫০ মিনিটে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সন্ধায় নিয়ন্ত্রণে আনে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ