বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

ঈমান শক্ত করুন : অভিনেত্রী শবনম ফারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iman4
জুলফা ইসলাম : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত বৃহস্পতিবার ফেসবুকে তার পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করেন কয়েকজন ভক্ত। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের কড়া জবাব দেন নায়িকা।   ভিডিও বার্তায় শবনম ফারিয়া বলেন, ফেসবুকে আমার ছবি আপলোড নিয়ে নানা জনের মন্তব্যে আমি সত্তিই অবাক। বাজে মন্তব্যগুলো যখন আমার এডমিন ডিলিট করছিল, তখন আমি বললাম ডিলিট করো না। আমি দেখি মানুষ কত নিচে যেতে পারে।

শবনম ফারিয়া বলেন,  ফোলহাতা জামা, সারা গা ঢাকা শরীর দেখে যদি আপনাদের সমস্যা হয়; তাহলে আপনারা এই ঈমান  নিয়ে পুলসিরাত পার হবেন কি করে? আর আমাদের ধর্মে বলে ছেলেদের নজর  খুব অবনত রাখতে। আমাদের ধর্মে বলে, কজন মেয়ের দিকে  একবারই তাকানো যায়, সেকেন্ট টাইম তাকাতে হয় না।

বিপরীতে আপনাদের ঈমান যদি এতটাই  শক্ত হয় তাহলে ফেসবুকে মডেল নায়িকাদের অনুসরণ করেন কেন?  এটা তো বিশাল গোনাহ।

শবনম ফারিয়া  আরও বলেন,  কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী আসে যায়? আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, বোনও না। তো আমি কী ছবি দিলাম কী করলাম তাতে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আমার বাবা-মা, বোন সবাই তো হজ করা। তাদের তো কোনো সমস্যা নাই। আপনাদের এতো সমস্যা কেন। আমারও তো অনেক কিছুই ভালো লাগে না। সেগুলো আমি ইগনোর করি। আপনার ভালো না লাগলে আপনিও সেগুলো ইগনোর করুন।

ঈমান শক্ত করুন, এই ঈমান নিয়ে পুলসিরাত পার হতে পারবেন না। যেসব ঈমান আপনারা দেখান এগুলো ঈমান না।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ