মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রাহিল শরীফকে জামায়াতে যোগ দেয়ার আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam rahil sharif copyআওয়ার ইসলাম: পাকিস্তানে সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে জামায়াতে ইসলামিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে দলটি। পাঞ্জাব প্রাদেশিক জামায়াতের সংসদীয় দলের নেতা ড. ওয়াসিম আখতার জেনারেল রাহিলকে দলে যোগ দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

গতকাল (বৃহস্পতিবার) পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ড. ওয়াসিম এ আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যেমন জেনারেল রাহিল পাকিস্তানি জাতির ভাগ্য পরিবর্তন করেছেন তেমনি জামায়াতে ইসলামিতে যোগ দিয়ে রাজনীতির চেহারা পাল্টে দিতে সাহায্য করুন।

জামায়াতে ইসলামির এ প্রস্তাব সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাদেশিক মন্ত্রী নাদিম কামরান বলেন, “এ ধরনের প্রস্তাব জামায়াতে ইসলামির ব্যবস্থার বিরোধী কারণ জামায়াতের নেতা-কর্মীরা সব তৃণমূল থেকে উঠে আসেন। জেনারেল রাহিল যদি জামায়াতে যোগ দেন তাহলে তাকে কোন পদ দেয়া হবে?”

বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার রানা ইকবাল দু পক্ষকেই এ নিয়ে বিতর্ক করা থেকে দূরে থাকার আহ্বান জানান।

পার্সটুডে

প্রতিদিন কুইজ প্রতিদিন ৩০০ টাকার বই পুরস্কার, জিততে অংশ নিন রকমারি-আওয়ার ইসলাম সিরাত কুইজে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ