মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কেন জরুরি অবতরন করতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kazi-sirajআওয়ার ইসলাম:            বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক কাজী সিরাজ এক টকশোতে বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ত্রুটিপূর্ণ থাকে এটা ভাবা যায়? এমন কেনো হলো সেটা তদন্ত করে বের করতে হবে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিসির সম্পাদক প্রণব সাহা।
কাজী সিরাজ বলেন, আমাদের দেশে বিমানের রক্ষণাবেক্ষণও ত্রুটিপূর্ণ এবং সেটা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানও হতে পারে এটা আমরা আসলে চিন্তাও করতে পারিনি। বিমানটি উড্ডয়রনের আগে ভালো ভাবে চেক করে ফ্লাইটটি ছাড়া উচিত ছিলো। নিশ্চয় দেখাশোনা কোন ক্রুটি ছিলো যেটি চোখে পড়ে নি। বিমানটি নতুন বলে চেক না করে কেন ছাড়া হলো সেটিও তদন্ত হওয়া উচিত।

প্রধানমন্ত্রীর কথা বাদই দিলেও এমনটি অন্য ক্ষেত্রেও হতে পারতো  তাই এর জন্য কারা দায়ী  বা দায়িত্বে কোন অবহেলা ছিলো কিনা সেটি ক্ষতিয়ে দেখা উচিত।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ