বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আলেপ্পোর পূর্বে দ্রুত অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92687307_aa18adee-de81-45a8-8a88-7de2c1e1d7e1আওয়ার ইসলাম: সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দেশটির আলেপ্পো শহরে দ্রুত অগ্রসর হচ্ছে। এর ফলে সেখান থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। একসময় সিরিয়ার বাণিজ্যের কেন্দ্রস্থল নামে পরিচিত আলেপ্পো ২০১২ সালে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয়।

আলেপ্পোর পূর্ব দিকে হানানো জেলা নিয়ন্ত্রণে নেয়ার একদিন পরেই জাবাল বাদ্রো নামে আরেকটি এলাকা সিরিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয় রবিবার।

এখন তারা দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য এলাকাগুলোতে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে আলেপ্পো পূর্ব অংশ যেটা বিদ্রোহীরা দখল করে আছে সেটা দুই-ভাগ করে ফেলা।

এদিকে খবর পাওয়া যাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ হয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় নতুবা বিদ্রোহীদের দখলে থাকা স্থানগুলোতে পালিয়ে যাচ্ছে। ধারণা করা হয় পূর্ব আলেপ্পোতে দুই লক্ষ ৭৫ হাজার মানুষ রয়েছে, যাদের কাছে খাবার এবং ওষুধের সরবরাহ শেষ হয়ে গেছে।

এদিকে বানা আলাবেদ নামে সাত বছর বয়সী এক শিশু যার অসংখ্য টুইটার ফলোয়ার রয়েছে- সে এক টুইটে জানিয়েছে রবিবার আলেপ্পোতে তার বাড়িতে বোমা আঘাত হেনেছে। তার আরেকটি টুইট ছিল এরকম-" শেষ বার্তা।এখন ভারী বোমাবর্ষণ হচ্ছে। যদি আমরা মারা যায় তাহলে বাকি দুই লক্ষ মানুষকে সাহায্য করার চেষ্টা করো, কারণ তারা এখনো ভিতরে আছে"।

সিরিয়ার সেনাবাহিনী বলছে তারা দেড় হাজার জনকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম অংশে পালিয়ে আসতে সাহায্য করেছে।

বিবিসির আরব অঞ্চল বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার বলছেন এ পর্যন্ত এটাই আলেপ্পোতে বিদ্রোহীদের জন্য বড় ধাক্কা।

হানানোকে নিয়ন্ত্রণে আনা প্রেসিডেন্ট আসাদের বাহিনীর জন্য কৌশলগত জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর পাঁচ বছরের সহিংসতার পর পুরো আলেপ্পোর দখল নেয়া মি.আসাদের জন্য হবে বড় জয়।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ