বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ল ন্যাটোর যুদ্ধজাহাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb2cae7c4646i504_800c450আওয়ার ইসলাম: বাল্টিক সাগরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের একটি রণতরী অ্যালকোহল ও সিগারেট চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছে। এ ঘটনার জের ধরে পদত্যাগ করেছেন এস্তোনিয়ার নৌবাহিনীর কমান্ডার।

চলতি মাসের গোড়ার দিকে ন্যাটো জোটে সক্রিয় এস্তোনিয়ার যুদ্ধজাহাজ ‘সাকালা’য় অবৈধভাবে বহন করা ৫৬ বাক্স সিগারেট এবং ১,০০০ লিটার মদ পাওয়া যায়। এস্তোনিয়ার নৌ কমান্ডার ক্যাপ্টেন স্তেন সেপার এ ঘটনার পূর্ণ দায়িত্ব গ্রহণ করে বুধবার পদত্যাগ করেন।

এসব অবৈধ পণ্য ঠিক কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কিংবা এসব কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে এস্তোনিয়া এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে এ বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে, ন্যাটোর মাইন অপসারণ কাজে জড়িত থাকা অবস্থায় জাহাজটি থেকে কাস্টমস কর্মকর্তারা এসব নিষিদ্ধ পণ্য উদ্ধার করেন।

এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানেস হানসো বলেছেন, এ ঘটনায় এস্তোনিয়ার নৌবাহিনী ও ন্যাটো জোটের সুনাম ক্ষুণ্ন হওয়ার পুরো দায় নিয়ে নৌপ্রধান পদত্যাগ করেছেন। কীভাবে এই চোরাচালান সম্ভব হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

স্তেন সেপার নৌবাহিনীর কমান্ডারের পদ থেকে সরে গেলেও সিনিয়র স্টাফ অফিসার হিসেবে এই বাহিনীতে কর্মরত থাকবেন। অন্যদিকে সাকালা’র ক্যাপ্টেনকে পদাবনতি দিয়ে ডেস্কের কাজে নিযুক্ত করা হয়েছে।

ন্যাটো জোট যখন রাশিয়া সীমান্তের কাছে ব্যাপক সেনা সমাবেশ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে তখন জোটের রণতরী ব্যবহার করে স্মাগলিংয়ের খবর প্রকাশিত হলো। খুব শিগগিরই পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ায় ৪০,০০০ সেনা মোতায়েন করবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ