সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

ব্যবসায়ী রাগিব আলীকে আজই ফেরত পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92632975_ragib_aliআওয়ার ইসলাম: বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারী হওয়া ব্যবসায়ী রাগিব আলীকে আজ ফেরত পাঠিয়ে দিচ্ছে ভারত। আসামের করিমগঞ্জে ভারতীয় ভিসা নিয়ে বেশ কিছুদিন যাবত বসবাস করছিলেন সিলেটের এই ব্যবসায়ী।

করিমগঞ্জ জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট প্রদীপ রঞ্জন কর বিবিসি বাংলাকে বলেছেন,"মি. আলীর ভারতীয় ভিসার মেয়াদ আজই শেষ হচ্ছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারী আছে, সেজন্যই ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না"।

মি. বিরুদ্ধে ২০০৫ সালের একটি হিন্দু দেবত্তোর সম্পত্তি বেদখলের অভিযোগ রয়েছে।

১৯১৫ সালে এক হিন্দু ব্যক্তি নিজের চা বাগান এলাকার প্রায় ৪২৩ একর জমি এক মন্দিরের জন্য দান করে দেন। সেই জমিটিই সই জালিয়াতি করে বেদখল করে নিয়েছিলেন মি. আলী আর তাঁর ছেলে, এমনটাই অভিযোগ।

গত মাসেই রাগিব আলীর ছেলে আব্দুল হাইকে ভারত থেকে ফেরার সময়ে জকিগঞ্জ সীমান্ত চেক পোস্টে গ্রেপ্তার করা হয়েছিল।

ছেলে, মেয়ে এবং জামাই সহ ভারতে গিয়েছিলেন রাগিব আলী। এর আগে চিকিৎসাধীন থাকার কারণে মি. আলির ভিসার মেয়াদ বাড়ানো হয়েছিল। করিমগঞ্জের এস পি মি. কর বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কথা তারা তখন জানতেন না।

"তখন আমরা জানতাম না যে বাংলাদেশ পুলিশ তাঁকে খুঁজছে। সেই খবর পাওয়ার পরে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে আমরা নিশ্চিত হই যে সত্যিই তাঁকে সেদেশে খোঁজা হচ্ছে। তখনই আমি মতামত পাঠিয়ে দিই ওপর মহলে, যাতে মি. আলীর ভিসার মেয়াদ আর বাড়ানো না হয়"।

বাংলাদেশ সরকারের তরফে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করে মি. আলীকে ফেরত পাঠানোর আবেদন জানানো হয় নি বলেও জানিয়েছেন মি. কর।

তবে যেহেতু এটা নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ থেকে গ্রেপ্তার এড়াতেই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তাই ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হল। আজ ভিসার মেয়াদ শেষ, অর্থাৎ ভারতে থাকার আইনী অধিকার আর নেই মি. আলীর।

সেজন্যই জকিগঞ্জ সীমান্ত চেকপোস্ট দিয়ে তাঁকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি আত্মসাতের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে।

অভিযোগ আছে, চা-বাগান এলাকায় রাগীব আলী ৩৩৭টি প্লট বানিয়ে বিক্রি করেন। এবছরের মে মাসে রাগীব আলীর দখলে থাকা তারাপুর চা-বাগান ফিরিয়ে নেওয়ার অভিযান শুরু করে সিলেটের জেলা প্রশাসন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ