মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump20161110170428আওয়ার ইসলাম: আমেরিকা জুড়ে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক শহরে ট্রাম্প টাওয়ারের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হওয়ার পাশাপাশি দেশটির অন্তত ২৫টি শহরে রিপাবলিকান দলের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মিছিল হয়েছে।

শুক্রবার বিকেলে এ বিক্ষোভ শুরু হয় এবং তা মধ্যরাত পর্যন্ত চলে।

পোর্টল্যান্ড ও অরগেন অঙ্গরাজ্যে বৃহস্পতিবারের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়ায় কর্মকর্তারা শুক্রবার বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু তারপরও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে প্রায় ৪,০০০ মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ‘আমরা নির্বাচিত প্রেসিডেন্টকে চাই না’ বলে তারা স্লোগান দেন। এ সময় কেউ কেউ গাড়ি ভাংচুর করেন এবং অফিস আদালতের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের ছত্রভ্ঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সেখান থেকে অন্তত ২৫ বিক্ষোভকারীকে আটক করা হয়।

এ ছাড়াও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বোস্টন, সাউথ ফ্লোরিডা, সিয়াটল ও ডেনভারসহ আরো অনেক শহরে। ডেনভারে শত শত স্কুল শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন।

এর আগের দিন বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু করেন। আগামী রোববার ছুটির দিনে বিশাল বিক্ষোভের পরিকল্পনা করছেন আয়োজকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সংখ্যার দিক দিয়ে (পপুলার ভোট) ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বেশি ভোট পেলেও মার্কিন নির্বাচনি ব্যবস্থার জটিলতার কারণে ইলেকটোরাল ভোট বেশি পেয়ে জিতে গেছেন ট্রাম্প। কিন্তু ভোটারদের অধের্কেরও বেশি তাকে প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অধিকার তার নেই।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ