মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

মসুলে স্কুল থেকে ১০০ মাথা কাটা দেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

163655iraq_kalerkantho_picআওয়ার ইসলাম: গোটা স্কুলবাড়িটাই গণকবর! ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহের স্তূপ। পচা-গলা দেহগুলির বেশিরভাগেরই মাথা কাটা! ইরাকের মসুল শহরের দক্ষিণে হামাম আল-আলিলের একটি কৃষি বিদ্যালয় থেকে এমন সব বিকৃত দেহগুলো উদ্ধার করেছে ইরাকি বাহিনী।

গত সোমবার মসুল থেকে ১৪ কিলোমিটার দূরের এই শহরটি জঙ্গি দখলমুক্ত করেছে সরকারী বাহিনী। দেহগুলি এতটাই বিকৃত যে বোঝার উপায় নেই এর মধ্যে কত সেনা বা কতজন আম জনতা রয়েছেন!

গত এক মাস ধরে ইসলামিক স্টেটের (আইএস) কব্জা থেকে মসুল শহর দখল করতে ময়দানে নেমেছে ইরাকের জাতীয় সেনা। মার্কিন সেনার সাহায্যে ইরাকের নেতৃত্বাধীন এই বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে কুর্দ ও পেশমেরগারাও। সেনা সূত্র বলছে, প্রাথমিক পর্বে পায়ের তলার জমি বাঁচাতে বেশ বেগ পেতে হচ্ছে জঙ্গিগোষ্ঠীকে।

আইএস প্রধান আবু বকর আল বাগদাদির নামে প্রকাশিত একটি অডিও টেপে ইতিমধ্যেই জান লড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে সংগঠনকে!

সম্প্রতি জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত দফতর জানিয়েছে,  নিজেদের প্রাণ বাঁচাতে ভিন্ন রাজ্য থেকে জঙ্গিরা তুলে আনছিল কিশোর-যুবকদের। যাদের বাহিনীর সামনে এগিয়ে দিয়ে আড়াল থেকে লড়াই চালিয়েছে জঙ্গিরা। আর খুঁজে আনা হচ্ছে ১২/১৪ বছরের কিশোরদের। তামাম মসুল শহরে আইএসের দখল করা স্কুলগুলিতেও দেওয়া হচ্ছে বন্দিদের মাথা কাটার প্রশিক্ষণ। এই রকমই এক স্কুল পড়ুয়ার বাবা হামিদ বলেছেন, ‘‘স্কুলগুলির বাইরে বিরাট টিভি লাগানো থাকে। সেখানে দেখানো হয় কী ভাবে মাথা কাটতে হবে। কী ভাবেই বা বানানো হবে আত্মঘাতী বোমা।’’

শরণার্থী সংক্রান্ত দফতর আরো জানায়, সে সব স্কুলে প্রবেশাধিকার শুধু ছেলেদের। আর এই স্কুল ঘাঁটিতেই বন্দি করে আনা মানুষদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

সূত্র-আনন্দবাজার

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ