বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী

সায়ীদ উসমানের কিশোর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saeed_usman

মনের বনের পাখি

আয়রে আমার মনের বনের পাখি
যাসনে উড়ে
বেশি দূরে
করুন সুরে
রাত দুুপুরে
তারে আমি বারে বারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তবু পাখি হেসে হেসে
ডানা মেলে উড়তে থাকে
হাওয়ার ভেলায় ভেসে ভেসে
মেঘের মতো ঘুরতে থাকে-
সে কেবলই আমাকে দেয় ফাঁকি-

তবু তারে বারেবারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তারে দেখার আশায় আমি
পাহাড় চূড়ায় উঠি নামি
জানে আমার অন্তর্জামী
সে জীবনের চেয়ে দামি

আয় পাখি আয় দিন বেশি নেই বাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

 

প্রিয় নবি

প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে
সেই সে সুদূর দূরে আমার মন চলে যায় উড়ে

মন নবিজীর রওজাপাকে
দিন রজনী পড়ে থাকে
নবির প্রতি দুরুদ সালাম পাঠায় সুরে সুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

আমার হৃদয় মন একেলা
দিন রজনী সারা বেলা
নূর মদিনার পথের পরশ নেয় সে ঘুরে ঘুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

নূর মদিনার পথের মাটি
কী মধুময় কী যে খাঁটি
দূর মদিনা নূর মদিনা বাজে হৃদয়জুড়ে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

 

বৃদ্ধাশ্রম

ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!
খোকার খবর যা শুনিয়ে ওরে দূরের পাখি!!
আসবে খোকা ডাকবে মা ডাক পথ যে চেয়ে থাকি!!!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

সেই যে কবে রেখে গেলি এলি না তো আর
খোকা তোরে দেখার আশায় বুকে হাহাকার
তুই ছড়া এই পৃথিবীতে আমার তো কেউ নাই
এ আশ্রমে বন্দি আমি তোরে কেথায় পাই!
আয় খোকা আয় দিন চলে যায় অশ্রু ঝরায় আঁখি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

আমার খোকার অসুখ নাকি, তার হয়েছে জ্বর?
নইলে কেনো আসে না সে আমি কি তার পর?
না দেখে সে থাকতে পারে কিন্তু আমি মা
আমার খোকার মুখ না দেখে থাকতে পারি না
আয়রে খোকা মায়ের কাছে আমি তোরে ডাকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

সে সব দিনের কথা কী তোর মনে পড়ে খোকা
তুই ছিলি খুব সহজ সরল লাজুক মত বোকা
আমায় ছাড়া অন্য কিছু বুঝতি না দিনরাত
আমায় ছাড়া কারো হাতে খাসনি যে তুই ভাত
সেই মাকে আজ থাকিস ভুলে দিস কি মাকে ফাঁকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ