বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


আদালতের নির্দেশে বেত্রাঘাত করা হলো সৌদি শাহজাদাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-prince-vb

ফারুক ফেরদৌস: সৌদি আরবে আদালতের হুকুমে রাজ পরিবারের কয়েকজন শাহজাদাকে শাস্তি হিসেবে বেত্রাঘাত করা হয়েছে।

সৌদি সংবাদ মাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী রাজ পরিবারের কয়েকজন শাহজাদাকে জেদ্দার আদালত বেত্রাঘাত সহ কারাবরণের শাস্তি দেয়। এর পর আদালতের মধ্যেই তাদেরকে বেত্রাঘাত করে আদালতের নির্দেশ কার্যকর করা হয়।

শাহজাদাদের কী অপরাধে এই শাস্তি দেয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য যে গত ১৯ অক্টোবর সৌদি আদালত অপরাধ প্রমাণিত হওয়ার পর শাহজাদা তুর্কি বিন সউদকে মৃত্যুদণ্ড দিয়েছিলো। আদালতের নির্দেশ অনুযায়ী রিয়াজের প্রশাসন জনসম্মুখে শাহজাদার শিরোচ্ছেদ করে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ