বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


ভারতের সাড়ে ৬ কোটি মানুষ কোনোদিন স্কুলে যাননি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_dhakaআওয়ার ইসলাম: গত এক দশকে ৫-১৯ বছর বয়সী ভারতের প্রায় সাড়ে ৬ কোটি মানুষ কখনও স্কুলের মুখ দেখেনি। আর ড্রপ আউট হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি ছেলেমেয়ে।

২০১১ জনগণনা রিপোর্টের পরিসংখ্যান বলছে, ৫-১৯ বয়স সীমার মানুষ রয়েছে ৩৮.০১ কোটি। এদের মধ্যে ২৬.৯৮ কোটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর ৬.৫৪ কোটি ছেলেমেয়ে কখনও স্কুলে যায়নি।

জনগণনা রিপোর্টে দেখা যাচ্ছে, ৫-১৯ বছর বয়স সীমার মধ্যে বিশেষভাবে সক্ষম রয়েছে ৬৫.৭ লাখ। এদের মধ্যে আবার সাড়ে ১৭ লাখ কখনও স্কুলে যায়নি। আর ড্রপ আউট হয়েছে আট লাখ। আর বিশেষভাবে সক্ষমদের মধ্যে স্কুলে পড়াশোনা করেছে ৪০.২ লাখ মানুষ। এদের মধ্যে পুরুষ রয়েছে ২২.৮ লাখ আর মহিলা রয়েছে ১৭.৪ লাখ।

সূত্র : এইসময়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ