মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা বারবার বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ ত্বকী বিএনপি সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন আ.লীগ ও তার দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : সাদিক কায়েম বিশ্বজয়ী হাফেজ ত্বকীর ইন্তেকালে ধর্ম উপদেষ্টার শোক ভৈরবকে জেলা করার দাবিতে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের কর্মসূচি জাকির নায়েকের ঢাকা সফরের বিষয়ে অবগত নন পররাষ্ট্র উপদেষ্টা

ইরাকের রুৎবা শহরে আইএস জঙ্গিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-is-copyআওয়ার ইসলাম: ইরাকে যখন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাত থেকে মসুল শহর পুনর্দখল করার জন্য সরকারি বাহিনীর অভিযান চলছে, তখন আই এস যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রত্যন্ত শহর রুৎবা আক্রমণ করেছে। শহরটির মেয়র বলেছেন, জিহাদিরা শহরের ভেতরে ঢুকে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করছে, এবং এ পর্যন্ত পাঁচটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

তবে সেনা বাহিনীর স্থানীয় কমান্ডার বলছেন, এখন সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। কুর্দি যোদ্ধাদের সাথে নিয়ে ইরাকের সরকারি সৈন্যরা যখন দেশটিতে আইএসের প্রধান ঘাটি মসুল পুনর্দখলের জন্যে অভিযান অব্যাহত রেখেছে তখনই ইসলামিক স্টেটের জঙ্গিরা পশ্চিমের রুৎবা শহরে আক্রমণ শুরু করলো। শহরের মেয়র বলেছেন, জঙ্গিরা তিনদিক থেকে অত্যন্ত তীব্রভাবে এই হামলা চালাতে শুরু করে।

বলা হচ্ছে, মসুলের যুদ্ধ থেকে দৃষ্টি অন্য দিকে সরাতেই আইএস এই হামলা চালিয়েছে। সপ্তাহখানের আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির নিয়ন্ত্রণ নিতে ট্যাঙ্ক, কামান ও ৩০ হাজার সৈন্য নিয়ে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। আন্তর্জাতিক জোটও বিমান হামলা চালিয়ে এই অভিযানে সহযোগিতা করছে।

সংবাদদাতারা বলছেন, আইএসের ওপর যতোই চাপ বাড়ছে তারা ততোই আত্মঘাতী হামলাকারীদের দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করছে। গত শুক্রবারেই তারা কিরকুক শহরে হামলা চালায় যাতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়। রুৎবা শহরের মেয়র ইমাদ মেশাল আইএস জঙ্গিদের প্রতিরোধ করতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদীর কাছে সামরিক বাহিনীর সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

ইসলামিক স্টেট ২০১৪ সালের জুন মাসে এই শহরটি দখল করে নিয়েছিলো তবে মাত্র চার মাস আগে সরকারি বাহিনী তাদেরকে সেখান থেকে হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংবাদদাতারা বলছেন, জর্ডান সীমান্ত থেকে ইরাকের দেড়শো কিলোমিটার ভেতরে রুৎবা শহরে আইএসের এই হামলা মসুল অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

তবে এই গ্রুপটি যে ইরাকে এখনও বড়ো ধরনের হুমকি সবশেষ এই আক্রমণের মধ্য দিয়ে তারা সেটাই আবারও মনে করিয়ে দিলো।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ