মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


পাক তালেবানের ৪র্থ কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-talibanআওয়ার ইসলাম : আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এক অভিযানে পাকিস্তানের একজন প্রভাবশালী তালেবান কমান্ডারকে হত্যা করেছে। দু’দেশের সীমান্ত এলাকায় চালানো ওই অভিযানে আরো অন্তত ১০ তালেবান নিহত হয়েছে।

তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র একটি সূত্র জানিয়েছে,  এই গোষ্ঠীর চতুর্থ শীর্ষ কমান্ডার রাইস খান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের লামান এলাকায় নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলের কাছে লামান এলাকাটি অবস্থিত। রাইস খান টিটিপি’তে তারিক আজম খান নামেও পরিচিত ছিলেন।

তারিকের অনুগত একজন তালেবান নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘পাকতিকা প্রদেশে ১০ সহযোদ্ধাসহ আজম তারিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করছি আমি।’

এক সময় সাবেক  টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদের মুখপাত্র হিসেবে কাজ করতেন নিহত তারিক। ২০১৩ সালে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ