সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণ হারিয়েছে ; পৃথিবীতে আছড়ে পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি কক্ষচ্যুত হয়ে আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেনে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচীর উপ পরিচালক উ পিং। ২০১২ সালে ২৯ সেপ্টেম্বর মডিউল এই মহাকাশ স্টেশনকে মহাশূন্যে ছোঁড়া হয়েছিল। আট টন ওজনের মানুষহীন মহাকাশ স্টেশনটি লম্বায় ১০.৪ মিটার এবং মূল অংশের ব্যাসার্ধ ৩.৩৫ মিটার। কথা ছিল, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর এটিকে কক্ষচ্যুত করা হবে। তারপর একে মহাসাগরে ফেলে দেয়া হবে বা পৃথিবীর আবহমণ্ডলে ঢোকার পর পুড়ে ছাই হয়ে যাবে।

কিন্তু চীনা কর্মকর্তারা এখন বলছেন, ২০১৭ সালের শেষ দিকে এটি পৃথিবীর দিকে যেতে শুরু করবে। অবশ্য এটা পৃথিবীর কোন অঞ্চলে  আছড়ে পড়বে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেন নি চীনা কর্মকর্তারা।

মহাকাশযানকে পৃথিবীকে ফিরিয়ে আনতে গেলে আবহমণ্ডলে ঢোকার  পর প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। এ কারণে কাজটি বেশ জটিল হয়ে ওঠে। উ পিং বলেছেন, হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে আবহমণ্ডল দিয়ে তীব্র গতিতে নামার সময়ে বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের ফলে মহাকাশ স্টেশনের বেশির ভাগ অংশই জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।

চীনা মহাকাশ সংস্থা বলেছে,  তিয়ানগোং-১’র ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং আছড়ে পড়ার আসন্ন আশংকা দেখা দিলে হুঁশিয়ারি জানানো হবে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ