 আওয়ার ইসলাম: স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
আওয়ার ইসলাম: স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শওকত আলী ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, সেক্রেটারি জেনারেল বিএমএম মোজাহারুল হক, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহা. মোহন মিয়া, মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও মোহাম্মদ শহীদ উল্লাহ, এসিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ইসলামী ব্যাংক হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ অত্যাধুনিক এক্স-রে মেশিন ও অন্যান্য মেডিকেল উপকরণ কিনতে আর্থিক সহায়তা দেবে।
এআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        