বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oic

আওয়ার ইসলাম: ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালন করতে ইসলামিক দেশগুলোর জোট ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে বাংলাদেশে সফররত ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ওআইসি মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসে বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশে ওআইসির মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং এর প্রকাশের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ঘোষণা করেছি।’ সন্ত্রাসবাদকে তিনি বৈশ্বিক সমস্যা বলেও অভিহিত করেন। সন্ত্রাসীরা ইসলামের নামে সাধারণ মানুষকে হত্যার মাধ্রমে ইসলামের মর্যাদাই ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করীমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি আরো জানিয়েছে, মানবাধিকার বিষয়ে এক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত কয়েক বছর ধরে ইসরায়েল যেসব নারী, শিশু এবং নিরীহ মানুষ হত্যা করছে তখন কোনো মানবাধিকার সংস্থাকে আওয়াজ তুলতে দেখা যায় না।

বৈঠকে বিভিন্ন দেশের যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে ওআইসির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ