বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মক্কায় সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

No Makkah Entry

এম রবিউল্লাহ; আওয়ার ইসলাম

স্বাচ্ছন্দে হজ পালনের জন্য পবিত্র মক্কায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত শিখিল থাকবে।

হাদা থেকে মক্কা পর্যন্ত চেক পোস্টের নিরাপত্তা এক কর্মকর্তা বলেন, ওমরাহ ও হাজীদের উপস্থিতি বাড়াতে সৌদির রাজপরিবার বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করছে। পবিত্র নগরী মক্কায় ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আল মোহাম্মদীয়া, আল হাদা, আক্তার ও আল আশহারসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। যাদের মক্কার আকামা আছে ও যারা হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করছে ও খাদ্য প্রদান করে তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চায় তাদের জেদ্দা- তায়েফের মহাসড়ক ব্যবহার করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনী বলেন, যারা হজ করবেন তারা অবশ্যই মক্কায় যাবে। মক্কার রাস্তা ব্যবহার করে তায়েফ গেলে ফিরে আসতে হবে। আসাদুল্লাহ নামের এক মোটর আরোহী বলেন, মক্কার রাস্তা ব্যবহার করে তায়েফ যেতে ব্যর্থ হয়ে ফিরে এসেছি। মক্কা -তায়েফ সড়কে আমাকে যেতে দেওয়া হয়নি। আমাকে জেদ্দা-তায়েফ সড়ক ব্যবহারের করতে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আসাদুল্লাহ।

হজের অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশের চেষ্টা করেছে তাদের তথ্য, ফ্রিঙ্গার প্রিন্ট ও আকামার কপি রেখে দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নাগরিক ও প্রবাসী আইন অনুযায়ী, স্থানীয় ও প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আদেশ অমান্য করলে।

স্থানীয়দের মধ্যে যারা অবৈধভাবে হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করবে তাদের গ্রেফতার করা হবে ও তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের দেশে ফেরত পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ