মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

বড় প্রয়োজন তাঁকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

AbuTaherMisbah

মাহ্দী খান অয়ন; আওয়ার ইসলাম

মানুষ দেখেছি, তবে তাঁর মত নয়। শিক্ষক দেখেছি, তবে তাঁর মত নয়। তিনি অন্য, ভিন্ন, অনন্য। তিনি নন তো কারো তূল্য। তিনি হলেন আমাদের অতি শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিযা মাওলানা আবু তাহের মিসবাহ।

আদীব হুজুর। খুব কাছ থেকে দেখেছি তাঁকে। শুনেছি তাঁর জবানে অমূল্য সব বাণী। বুঝেছি আমি, শূন্য এ ধরণীতে বড় প্রয়োজন তাঁকে। যিনি মুমূর্ষু অবস্থাতেও ভুলে যাননি, আসমানি ইলমের কথা, কলম-কালির কথা, ভুলে যাননি, প্রিয় তালেবানে ইলমদের কথা।

কিছুদিন আগে যখন শুনেছিলাম, তিনি গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। তখন মনে হয়েছিলো, ধরণীটা বোধহয় অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। আঁখি দুটি অশ্রুসজল হয়ে এসেছিলো। রিক্তহস্ত দুটি আসমান পানে তুলে দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলাম। এখনও করি।

হে আল্লাহ্! তুমি তো অসহায়ের সহায়। তুমিই সুস্থতার মালিক। হে দয়াময় মালিক! তুমি হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘজীবন দান করো। জীবনভর তাঁকে আসমানি ইলমের খিদমাত করার তাওফিক দান করো। তাঁর কলব ও কলমে প্রসার দান করো।

তাঁর সমস্ত প্রয়োজনের আয়োজন করো। হুজুরকে দ্বীন-দুনিয়ার খোশহালি দান করো। তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমার ফরিয়াদগুলো কবুল করো। আমিন। ইয়া রাব্বাল আলামিন।

আরআর

:: পাঠকীয়তে আপনিও লিখতে পারেন আপনার মনের কথা। পাঠিয়ে দিন এই মেইলে : newsourislam24@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ