সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা

আরিফ খান সা’দ-এর তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7599" align="aligncenter" width="1366"]rs2 -রয়েলেরছবি (ফেসবুক পেজ থেকে)[/caption]

.
সবার জন্য ভালোবাসা
.
যখন আশাহত মন বেদনায় ভাষা হারায়
যখন সুখহীন জীবন জল ঝরায় মরুসাহারায়
যখন প্রিয় আপনজন দূরান্তে সরে দাঁড়ায়
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন হৃদয়ের কূল জুড়ে কান্নার বান ছোটে
যখন বুকের কপাট ফুঁড়ে বেদনার গান ফোটে
যখন অস্থির মাথা কুঁড়ে ব্যথার দান জোটে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন জীবনের ক্রিচে দুর্ভাগ্যের বল ঘোরে
যখন দুচোখের পিরিচে বেদনার জল পড়ে
যখন স্বপ্নের ব্রিজে স্বপ্নভাঙা ফল ধরে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন হৃদয়ের সাগরতীরে কষ্টের ঢেউ আসে
যখন শুরু হওয়া সুখের ভিড়ে নিষ্ঠুর ফেউ হাসে
যখন আমার গড়া নীড়ে আনন্দে কেউ ভাসে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
যখন দু:স্বপ্নেরা জেঁকে জেঁকে জাপটে ধরে
যখন জোছনারাতে থেকে থেকে অশ্রু ঝরে
যখন বেদনার স্মৃতি একে একে মনে পড়ে
তখন আমি হাসি সবাইকে ভালোবাসি।
.
মনের উড়াউড়ি
.
চাঁদনিরাতের হাতছানিতে মাতাল করা রূপ
মনের পাখি উড়ালপুলে ড্রাইভ করে দেয় ডুব।
সাইড দিয়ে যায় লাইট জ্বালিয়ে স্বপ্নবহর গাড়ি
মেঘের বাড়ি সাঁতরে জমাই চাঁদের দেশে পাড়ি।
.
পড়ার টেবিল দুলতে থাকে উদাসপুরের দেশ
সব ভুলে যাই মন উড়ে যায় হাওয়ায় নিরুদ্দেশ।
কেমন করে মন উড়ে যায় সুদূর কোহেকাফ
ঘুমের ভিতর স্বপ্নদেশে রুম খুলে দেই লাফ।
.
মনের পাখি ঝিলাম নদীর ঢেউয়ে রেখে হাত
পার হয়ে যায় কুসুম কুসুম লাল গোধূলি রাত।
ফুলবাগানে পাখির গানে জিকির দরুদ দোলে
জায়নামাজে আতর ঢেলে মনপাখি চোখ খোলে।
.
শিশির ভেজা পাঁপড়ি খুলে স্বপ্নরাতের পাখি
চাঁদের আলোয় গোসল করে কুরান সুবাস মাখি।
বুকের ভিতর হেরেম আরাম দূর মদীনার ডাক
বোরাক চেপে যাই হারিয়ে হাতিম ঘেরা বাঁক।
.
হাজার বছর নূরের শিশির যায় বসিয়ে চুম
সাতমহাদেশ আকাশপাতাল ছাপিয়ে নামে ঘুম।
ঘুমের ভিতর ঘুম ভেঙে যাই আরব সাগর পারে
হেরার আলো হাওয়ায় চেপে চোখের হরিণ কাড়ে।
.
মনের পাখি ঘুমের ভিড়ে স্বপ্নে তোলে উড়াল
কালমহাকাল চোখে ঢেলে যায় গোলাপভেজা রুমাল।
পকেট থেকে রকেট চেপে ওড়াই মেঘের কেশ
মন উড়ে যায় দূর অজানায় হাওয়ায় নিরুদ্দেশ।
.
স্বপ্নে আঁকা শহর
.
বাজার ঘুরে আনবো কিনে হাজার মেঘের বাড়ি
হাঁটতে গিয়ে দেখবো রোডে স্বপ্ন সারি সারি।
হর্ন বাজিয়ে ছুটবে বাতাস চেকপয়েন্টে চাঁদ
মুখের ভিতর থাকবে মুখর পাখির গানের স্বাদ।
.
রাত হেঁটে যায় মেঘের বাড়ি পাখির ডানায় মিশে
ভাঙবে ঘুম এলার্ম ঘড়ির কোকিল কোকিল শিসে।
সূর্য উঠবে হাতের মুঠোয় খেলবো তাতে টেনিস
চোখের তারায় ভাসবে কোমল সুনীল ফেনিল ভেনিস।
.
পাখির গানে শুনবো আজান মিনার হবে মেঘ
স্বপ্নচোখে উড়বো গোলাপ জায়নামাজের লেক।
আমার শহর জোছনাভেজা ক্যালিগ্রাফির ঘাস
হাজার বছর যায় ছড়িয়ে সবুজ সবুজ সুবাস।
.
যে শহরটি আঁকবো আমি ভবন হবে পাহাড়
ফ্লাইওভারে উড়বে হৃদয় স্বপ্ন হবে আহার।
করবে জগিং ভোরের শিশির রংধনুকের ব্রিজে
নরম নরম রোদ জমাবো বুকপকেটের ফ্রিজে।
.
ল্যাম্পপোস্টে জ্বলবে কোরান হরফ হরফ সুখ
মুঠোয় মুঠোয় রাখবো জিকির একুরিয়ামের বুক।
স্বপ্নশহর খেলবে গায়ে লাল ডিজিটাল শার্ট
ঘড়ির কাটা করবে হেঁটে কা'বার ছবি আর্ট।
.
আমার শহর নূরের নহর থাকবে না কেউ রাজা
দূর মদীনার সবুজ মিনার হবে শপিং প্লাজা।
বিক্রি হবে নামাজ রোজা গন্ধ গোলাপ আতর
ফোন-স্ক্রীনে দেখবো দোলে স্বপ্নে দেখা শহর।
.
এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ