আওয়ার ইসলাম : ইতালির লেক ইসিওতে তৈরা করা হয়েছে তিন কিলোমিটার দীর্ঘ একটি ভাসমান পায়ে চলা পথ। এই পথটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। মূল ভূখণ্ড থেকে তিন কিলোমিটার ভাসমান পথটি মিশেছে লেক ইসিওর ছোট্ট দ্বীপে। এর ওপর দিয়ে হাঁটার সময় পানির ওপর দিয়ে হাঁটার অনুভূতি হয় পথচারীর।
মার্কিন-বালগেরিয়ান শিল্পী ক্রিস্টো এবং তার প্রয়াত স্ত্রী জিন ক্লড এই অভিনব সড়কটি তৈরির আইডিয়া দিয়েছেন । ১ লক্ষ বর্গ মিটারের ভাসমান পলিথিলিন দিয়ে এটি তৈরি।
মাসখানেক আগে উদ্বোধন হওয়া সড়কটি জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। মাত্র পাঁচ দিনের মধ্যে ২ লক্ষ ৭০ হাজার পর্যটক এসেছেন এখানে।
এফএফ
                              
                          
                              
                          
                        
                              
                          
                        
                                                 
                     

