মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rampal3 copy
মাজহার মিথুন
- ভাই আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

- কোন রামপাল? অর্জুন রামপাল?

- রামপাল! সুন্দরবন!

- ও আচ্ছা আমি আসলে সুন্দরবনের পক্ষে।

- সুন্দরবনের পক্ষে?

- জ্বি। সুন্দরবনের পক্ষে। সুন্দরবন আমার ভালো লাগে। কোনদিন বিয়ে করলে বউ নিয়ে সুন্দরবন ঘোরার ইচ্ছে আছে।

- এটা কোন যুক্তি হলো না। আপনি দয়া করে যৌক্তিক কথা বলেন।

- যৌক্তিক কথা হলো বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন আরাম আয়েশে বেঁচে থাকার জন্য মানুষ সবই ধ্বংস করে দিতে পারে, উজাড় করে দিতে পারে। মানুষের মতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর কিছু নেই।
সরকার প্রজেক্ট বসিয়ে বিদ্যুৎ দিতে পারলেও সমস্যা, না দিতে পারলে আরও বড় সমস্যা। প্রশ্নটা হলো আমরা কী চাই। এ দেশের কৃষি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। ব্যাপারটা এমন যে শিল্প কারখানাতেই উৎপাদিত হচ্ছে খাওয়ার জন্য ভাত মাছ।

- আমিও সুন্দরবনের পক্ষে। কী করা যায় জানেন?

- না আমি জানি না। আমি শুধু দেখি, শুনি, ভাবি, বলার মতো কিছু আমি সত্যি সত্যি জানি না। এমনকি আমি গুলশানের ঘটনাও জানি না। জানি না অধ্যাপক রেজাউল করিমের বাসায় এ বছর ঈদ কেমন কেটেছে। জানি না এ দেশের কী হবে। আমি শুধু জানি এ দেশে সবাই জানে, সবারই মতামত আছে।

তবে সমস্যা হলো প্রত্যেকদিন নতুন ইস্যু, প্রত্যেকদিন নতুন আলোচনা। একটা কিছুর জন্য সবাই লেগে থেকে সেই একটা কিছু করে দেখাবার ক্ষমতা এ দেশের মানুষের আগে ছিলো, আর কোনদিন হয়তো হবে না।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ