মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rampal3 copy
মাজহার মিথুন
- ভাই আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

- কোন রামপাল? অর্জুন রামপাল?

- রামপাল! সুন্দরবন!

- ও আচ্ছা আমি আসলে সুন্দরবনের পক্ষে।

- সুন্দরবনের পক্ষে?

- জ্বি। সুন্দরবনের পক্ষে। সুন্দরবন আমার ভালো লাগে। কোনদিন বিয়ে করলে বউ নিয়ে সুন্দরবন ঘোরার ইচ্ছে আছে।

- এটা কোন যুক্তি হলো না। আপনি দয়া করে যৌক্তিক কথা বলেন।

- যৌক্তিক কথা হলো বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন আরাম আয়েশে বেঁচে থাকার জন্য মানুষ সবই ধ্বংস করে দিতে পারে, উজাড় করে দিতে পারে। মানুষের মতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর কিছু নেই।
সরকার প্রজেক্ট বসিয়ে বিদ্যুৎ দিতে পারলেও সমস্যা, না দিতে পারলে আরও বড় সমস্যা। প্রশ্নটা হলো আমরা কী চাই। এ দেশের কৃষি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। ব্যাপারটা এমন যে শিল্প কারখানাতেই উৎপাদিত হচ্ছে খাওয়ার জন্য ভাত মাছ।

- আমিও সুন্দরবনের পক্ষে। কী করা যায় জানেন?

- না আমি জানি না। আমি শুধু দেখি, শুনি, ভাবি, বলার মতো কিছু আমি সত্যি সত্যি জানি না। এমনকি আমি গুলশানের ঘটনাও জানি না। জানি না অধ্যাপক রেজাউল করিমের বাসায় এ বছর ঈদ কেমন কেটেছে। জানি না এ দেশের কী হবে। আমি শুধু জানি এ দেশে সবাই জানে, সবারই মতামত আছে।

তবে সমস্যা হলো প্রত্যেকদিন নতুন ইস্যু, প্রত্যেকদিন নতুন আলোচনা। একটা কিছুর জন্য সবাই লেগে থেকে সেই একটা কিছু করে দেখাবার ক্ষমতা এ দেশের মানুষের আগে ছিলো, আর কোনদিন হয়তো হবে না।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ