সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভূমিকম্পে ঝুঁকি: প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না: ইকরা প্রিন্সিপাল মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস মাওলানা নুরুল হুদা ফয়েজী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভূমিকম্প বিশেষজ্ঞদের নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’ বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য: ধানের শীষের প্রার্থী বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক হলেন মুফতি এনায়েতুল্লাহ ‘জামায়াতের কাছে আসন চাওয়ার সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’

আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rampal3 copy
মাজহার মিথুন
- ভাই আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

- কোন রামপাল? অর্জুন রামপাল?

- রামপাল! সুন্দরবন!

- ও আচ্ছা আমি আসলে সুন্দরবনের পক্ষে।

- সুন্দরবনের পক্ষে?

- জ্বি। সুন্দরবনের পক্ষে। সুন্দরবন আমার ভালো লাগে। কোনদিন বিয়ে করলে বউ নিয়ে সুন্দরবন ঘোরার ইচ্ছে আছে।

- এটা কোন যুক্তি হলো না। আপনি দয়া করে যৌক্তিক কথা বলেন।

- যৌক্তিক কথা হলো বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন আরাম আয়েশে বেঁচে থাকার জন্য মানুষ সবই ধ্বংস করে দিতে পারে, উজাড় করে দিতে পারে। মানুষের মতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর কিছু নেই।
সরকার প্রজেক্ট বসিয়ে বিদ্যুৎ দিতে পারলেও সমস্যা, না দিতে পারলে আরও বড় সমস্যা। প্রশ্নটা হলো আমরা কী চাই। এ দেশের কৃষি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। ব্যাপারটা এমন যে শিল্প কারখানাতেই উৎপাদিত হচ্ছে খাওয়ার জন্য ভাত মাছ।

- আমিও সুন্দরবনের পক্ষে। কী করা যায় জানেন?

- না আমি জানি না। আমি শুধু দেখি, শুনি, ভাবি, বলার মতো কিছু আমি সত্যি সত্যি জানি না। এমনকি আমি গুলশানের ঘটনাও জানি না। জানি না অধ্যাপক রেজাউল করিমের বাসায় এ বছর ঈদ কেমন কেটেছে। জানি না এ দেশের কী হবে। আমি শুধু জানি এ দেশে সবাই জানে, সবারই মতামত আছে।

তবে সমস্যা হলো প্রত্যেকদিন নতুন ইস্যু, প্রত্যেকদিন নতুন আলোচনা। একটা কিছুর জন্য সবাই লেগে থেকে সেই একটা কিছু করে দেখাবার ক্ষমতা এ দেশের মানুষের আগে ছিলো, আর কোনদিন হয়তো হবে না।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ