সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

দুর্যোগে মানুষের পাশে থাকতেন মুহিউদ্দীন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

m_khan2
দিদার শফিক; বিশেষ প্রতিনিধি, আওয়ার ইসলাম
দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে মাওলানা মুহি উদ্দীন খান স্বউদ্দোগী হয়ে এগিয়ে আসতেন। মানুষের সাহায্য বিচলিত থাকতেন তিনি। ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ আয়োজিত ‘দীনি দাওয়াত ও সাহিত্য সাংবাদিকতায় মাওলানা মুহিউদ্দীন খান রহ.’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মমাহফিলে জমিয়ত নেতা আব্দুর রব ইউসূফী এ কথা বলেন।
শনিবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল হাসান শামসাবাদী।
আলোচনা সভায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন বলেন, দেশ বিদেশে সর্বত্র মুসলমানদের দুর্দিনে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে আত্মপ্রকাশ করতেন মুহিউদ্দীন খান। ইসলাম ও মুসলমানদের খেদমতে তার অবদান অন্যন।
দৈনিক ইনকিলাবের সহকারী সম্পদক উবায়দুর রহমান নদভী বলেন, গত ৬৫ বছর অবিরাম ইসলামের পৃষ্ঠপোষকতা করে গেছেন মাওলানা মুহিউদ্দীন খান।
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশে কওমি মাদ্রাসায় বাংলা সাহিত্যের উন্নতির মূলে রয়েছেন মাওলানা মুহিউদ্দীন খান।
খেলাফত আন্দোলন মহাসচিব মাও জাফরুল্লাহ খান বলেন, তার সাহিত্যকর্ম সদকায়ে জারিয়া হয়ে থাকবে অনন্তকাল।
লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমার মত এ দেশের হাজার হাজার তরুণকে খান সাহেব লেখক বানিয়েছেন।সাহিত্য শব্দটাকে তিনি গায়ে জড়াতে চাইতেন না, পড়ার মত করে ধর্মীয় বই মানুষের হাতে তুলে দেওয়ার ব্যাপারটি তিনি গুরুত্ব দিতেন অপেক্ষাকৃত বেশি।
m_khan3
আহমদ বদরুদ্দীন খানের পরিচালনায় সভায় মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে আরো বক্তব্য রাখেন, ইসলামি পত্রিকা পরিষদের সেক্রেটারি ড. ইসমাঈল হোসাইন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, শিক্ষক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা ঈসা শাহেদী, মাওলানা আজিজুল হক মুরাদ, মোস্তফা মুঈনুদ্দীন খান, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, শায়খ মুফতি উসমান গনি, মুফতি এনায়েতুল্লাহ, এম আতিকুল হক, মুহাম্মদ সিদ্দীক ও মাওলানা আবু দাউদ মো. জাকারিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে আহমদ বদরুদ্দীন খান বলেন, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে খান সাবের আমরণ চেষ্টা ছিল।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ